আলমডাঙ্গা ব্যুরোঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাত বছর ধরে স্বামী বিহীন থেকে প্রতিবেশী এক কৃষক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে তার হাত ধরেই উধাও হয়েছেন বলে কুয়েত প্রবাসী স্বামী হাবিবুরের ধারনা।
এ ঘটনায় গত ১৬ এপ্রিল কুয়েত প্রবাসি স্বামী হাবিবুব বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত, চুয়াডাঙ্গায় একটি মিথ্যা মামলা দায়ের করেন।
জলি খাতুন (৩১) উপজেলার খাসকররা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ঝান্টুর মেয়ে। তার স্বামী উপজেলার কুমারী ইউনিয়নের পারদুর্গাপুর গ্রামের মাওঃ মোঃ আলি হোসেনের ছেলে হাবিবুর, এবং কৃষক যুবক সোহরাব হোসেন (রুবেল) (২৯) একই এলাকার বাসিন্দা রুস্তম আলীর ছেলে।
জানা গেছে, ১৩ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় জলি খাতুনের (৩১)। বিয়ের চার বছরের মাথায় কুয়েত পাড়ি জমান স্বামী হাবিবুরের (৩৭)। এখনো তিনি সেখানেই আছেন। ফলে ১৩ বছরের দাম্পত্য জীবনের ৭ বছরই স্বামীবিহীন কেটেছে জলি খাতুনের। এরই মাঝে তাদের কোল জুড়ে এসেছে এক পুত্র সন্তান।
গত ঈদুল ফিতরের আগেই জলি খাতুনের কুয়েত প্রবাসি স্বামী হঠাৎ করে ছুটি নিয়ে দেশে চলে আসে। এবং তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করতে থাকে। হাবিবুর এক পর্যায়ে কৃষক যুবকের উপর চড়াও হয়ে হাসুয়া দিয়ে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয়। প্রাণনাশের ভয়ে গরীব কৃষক যুবক সোহরাব হোসেন (রুবেল) গত ২৭ এপ্রিল বাড়ি থেকে বেরিয়ে যায়, তার পরিবার জানায়,সেই থেকে সোহরাব হোসেন (রুবেল) এর কোন সন্ধান পাওয়া যায়নি।
কৃষক যুবক সোহরাব হোসেন (রুবেল) বাড়ি থেকে চলে যাওয়ার তিনদিন পরে অর্থাৎ ৩০ এপ্রিল হাবিবুরের স্ত্রী জলি খাতুন তার কুয়েত ফেরত স্বামীর সাথে একই বিছানায় রাত্রিযাপন করা অবস্থায় এবং তার স্বামীর উপস্থিতিতে তার ঘর থেকে ভোরবেলা সাড়ে ৫ ভরি স্বর্ণ এবং ৫ লক্ষ টাকা নিয়ে কৃষক যুবক সোহরাব হোসেন (রুবেল) এর সাথে পালিয়ে গেছে বলে এলাকাবাসিদের জানায়।
কিন্তুু সোহরাব হোসেন (রুবেল) প্রাণের ভয়ে ৩ দিন পূর্বেই বাড়ি থেকে বেরিয়ে যায়।
সোহরাব হোসেন (রুবেল) এর মায়ের দাবি,
তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বিতাড়িত করে,তার স্ত্রী জলি খাতুনকে কোথাও লুকিয়ে রেখে তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। প্রশাসন ও আদালতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সুষ্ঠু নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছেন, সোহরাব হোসেন (রুবেল) এর মা।
Leave a Reply