কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী বিভিন্ন স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সভাপতি রেজানুর রহমান খাঁন চৌধুরী মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, একজন সচেতন নাগরিক কখনও দুর্নীতিকে মেনে নেয় না নিতে পারেন না। তিনি আরও বলেন, আমাদের ছাত্র-ছাত্রীর মাঝে দুর্নীতিকে না বলাকে পারিবারিক ভাবে প্রতিষ্টিত করতে হবে। সকল ক্ষেত্রে দুর্নীতি বন্ধ হলে দেশের সার্বিক উন্নয়ন দ্রুত হবে। তাই দুর্নীতির বিরুদ্ধে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদ্যোগ অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক নীল কমল, জেলা শিক্ষা অফিসার ড. হুমায়ন কবির প্রমুখ। এর আগে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে দুর্নীতির বিরুদ্ধে বিতর্ক ও রচনা প্রতিযোগীতা অনুষ্টিত হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
Leave a Reply