বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের পিছনে পুকুর ঘাটে পা ধুতে গিয়ে বিপত্তি। একটি ছোট ছেলে পুকুর ঘাটের পানিতে পা ধুতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে ডুবে যাচ্ছে। আর গরুর হাঁটের ক্রেতা ও বিক্রেতারা এই দৃশ্য দেখছে। কিন্তু ছেলেটিকে বাচাঁনোর জন্য কেউ এগিয়ে আসে নাই । ঠিক এসময় মহিলা ডিগ্রি কলেজ মোড়ে ডিউটিরত আলমডাঙ্গা থানা পুলিশের ডিউটিরত এস আই আতিক ঘটনাটি শোনার সাথে সাথে সঙ্গীয় পুলিশ সদস্য নয়নকে নির্দেশ দিলেন ছেলেটিকে বাঁচাতে। এই কথা শোনার সাথে সাথে পুলিশ সদস্য নয়ন পানিতে ঝাঁপ দিয়ে ডুবন্ত ছেলেকে উদ্ধার করলেন। পুলিশ সদস্য তার পকেটে থাকা টাকা পয়সা এমনকি শখের মোবাইলটার কথা চিন্তাও করেননি। ছেলেটি উদ্ধার হওয়ার কিছুক্ষণ পরে মোবাইলে পানি ঢোকার কারনে মোবাইলটির আলো নিভে গেলো। মোবাইলের আলো নিভে গেলেও নিভাতে দেননি ছেলেটির জীবনের আলো। মহান আল্লাহুতায়ালা সবই পারেন এটাই তার বাস্তব উদাহরণ। ধন্যবাদ পুলিশ সদস্য নয়নকে। পানিতে ডুবে যাওয়া শিশু আবরার আহমেদ (৫) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাবুপাড়ার শাহ মো: সুলতান আহমেদ এর সন্তান। ছেলেটির বাবার দাদা সবার পরিচিত মুখ মরহুম বিনোদিয়া পীর সাহেব।
Leave a Reply