কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুরে রেজিষ্ট্রি অফিসের ঘুষের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে স্থানীয় সাংসদের পরিবারের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব-বিরোধ, অশান্তি। এতে সাধারণ মানুষ পড়েছেন নতুন করে অশান্তিতে। স্থানীয় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছেলে কলিন্স তার মত করে রেজিস্ট্রি অফিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। অন্যদিকে সাংসদের ছোট ভাই নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী রেজিষ্ট্রি অফিসের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছেন। মুলত রেজিষ্ট্র অফিসের ঘুষের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধেই চাচা-ভাতিজার দ্বন্দ্ব। এমপি পরিবারের এই দ্বন্দ্বে দৌলতপুর উপজেলা সাব রেজিস্টার অফিসে ১৫ দিন ধরে কার্যক্রম বন্ধ রয়েছে। আর এর বলি হচ্ছেন নিরীহ মানুষ। জমি রেজিস্ট্রি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় মানুষ।
বিগত সময়ে দৌলতপুর সাব রেজিস্টার অফিসে দলিল প্রতি ঘুষ দিতে হয় ২ হাজার ৫০০ টাকা। এই টাকা ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা ও সাব রেজিস্টার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগ বাটোয়ারা হতো। তবে এখন এ ঘুষের টাকার পুরোটায় চাইছেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। এ কারণে সাব রেজিস্টার জমি রেজিস্ট্রি কাজ বন্ধ রেখেছেন বলে অভিযোগ।
তবে বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে সাব-রেজিস্ট্রি অফিসে কিছু লোকজন চাঁদাবাজি করত। যেহেতু আমার ভাই এমপি ও আমি চেয়ারম্যান তাই সব ধরনের চাঁদাবাজি বন্ধ করার নির্দেশ দিয়েছি। কেউ চাঁদাবাজি করলে তাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে জেল দেওয়ার কথাও বলেছি। আমি নিজেই তো চাঁদাবাজির বিপক্ষে। সেখানে আমাকে হেয় করতে মিথ্যা অভিযোগ রটানো হচ্ছে।
গেল ঈদুল ফিতরের আগে দৌলতপুর উপজেলা সাব রেজিস্টার আনোয়ার হোসেন বদলি হয়ে গেলে এ অফিসে জমি রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে কুমারখালী উপজেলা সাব রেজিস্টারকে বাড়তি দায়িত্ব দেওয়া হলে তিনি মাঝে মধ্যে দৌলতপুর উপজেলা সাব রেজিস্টার অফিসের কার্যক্রম চালিয়ে নেন। পরে গত ১৫ দিন আগে জেলার মিরপুর উপজেলা সাব রেজিস্টার মাহফুজ রেজাকে দৌলতপুর উপজেলা সাব রেজিস্টার অফিসে বাড়তি দায়িত্ব দেওয়া হয়। তবে এই ১৫ দিনে তিনি মাঝে মধ্যে দৌলতপুর উপজেলা সাব রেজিস্টার অফিসে গেলেও কোন জমি রেজিস্ট্রি কাজ করেননি।
রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, দৌলতপুর সাব রেজিস্টার অফিসে কথিত দলিল লেখক সমিতির নামে দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্য চলছে। এ অফিসে প্রতি কার্য দিবসে ১৫০ থেকে ২০০ দলিল রেজিস্ট্রি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক জানান, এই অফিসে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের ছত্রছায়ায় প্রতিটি দলিলে ২ হাজার ৫০০ টাকা ঘুষ দিতে হয় জমি ক্রেতাদের। এতে প্রতি কার্য দিবসে ৪ থেকে ৫ লাখ টাকার ঘুষ আদায় হয়। এই টাকা ভাগ বাটোয়ারা হয় ক্ষমতাসীন দলের স্থানীয় কতিপয় নেতা, সাব রেজিস্টার অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখকদের মধ্যে। এরমধ্যে দলিল প্রতি সাব রেজিস্টার অফিসে দেওয়া হয় এক হাজার টাকা। এই টাকা সাব রেজিস্টার ও অফিসের অধস্তনদের মধ্যে ভাগ হয়। তবে এই ঘুষ বাণিজ্যের ছন্দ পতন ঘটে কুষ্টিয়ার দৌলতপুর আসনের সাংসদ রেজাউল হক চৌধুরীর ছোট ভাই বুলবুল আহমেদ টোকেন চৌধুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর। উপজেলা যুবলীগের সভাপতি টোকেন চৌধুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপরই নজর দিয়েছেন সাব রেজিস্ট্রি অফিসের ঘুষ বাণিজ্যের দিকে। তিনি কথিত দলিল লেখক সমিতির আগের নেতাদের বাদ দিয়ে দলিল লেখক আব্দুল মোমিনকে সভাপতি ও আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক নিযুক্ত করে দেন। এই দুজনের সহযোগি হিসেবে রয়েছেন দলিল লেখক জহুরুল ইসলাম ও হামিদুল ইসলাম। বর্তমানে এই ৪ জন মিলে দলিল প্রতি ২ হাজার ৫০০ টাকা আদায় করছেন। উপজেলা আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বুলবুল আহমেদ টোকেন চৌধুরী সদ্য উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর রেজিস্ট্রি অফিসে হস্তক্ষেপ করেছেন। তার ভাই সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী অসুস্থ থাকায় তার ছেলে কলিন্স চৌধুরীর আলাদা বলয় আছে। কলিন্স তার মত করে রেজিস্ট্রি অফিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এসব নিয়ে টানাপোড়েন চলছে। চাচা-ভাতিজার দ্বন্দ্বের বলি হচ্ছে নিরীহ মানুষ। এমপি পুত্র কলিন্স চৌধুরী বলেন, স্থায়ী কোন সাব রেজিস্ট্রার না থাকায় রেজিষ্ট্রি কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। আমার বাবা ঢাকায় গিয়ে মন্ত্রীর সাথে কথা বলে বিয়ষটি সমাধানের চেষ্টা করছে। আর কি কারনে রেজিষ্ট্রি বন্ধ আছে এটা আমি ঠিক বলতে পারব না।
একজন দলিল লেখক জানান, বর্তমান উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী দলিল প্রতি আদায় করা ঘুষের পুরো টাকায় দাবি করছেন। তিনি দৌলতপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে বাড়তি দায়িত্বে থাকা সাব রেজিস্টার মাহফুজ রেজা ও অফিসের কর্মচারীদের ঘুষের হিস্যা দিতে চাইছেন না। এতে ক্ষুব্ধ সাব রেজিস্টার মাহফুজ রেজা এই মর্মে নির্দেশ দেন যে, জমি রেজিস্ট্রির ক্ষেত্রে সরকারী ফিস ছাড়া বাড়তি টাকা নেওয়া যাবে না। কোন দলিল লেখক বাড়তি টাকা নিলে তার লাইসেন্স বাতিল করা হবে। এমন পরিস্থিতিতে গত ১৫ দিন ধরে বন্ধ রয়েছে জমি রেজিস্ট্রি কার্যক্রম। তারাগুনিয়া এলাকার নাহারুল ইসলাম বলেন, জমি রেজিষ্ট্রি করানোর জন্য কয়েকদিন এসে ঘুরে গেছি। রেজিষ্টার অফিসে বসলেও তিনি দলিল সম্পাদন করছেন না। এসব কারনে আমার মত শতশত মানুষের ভোগান্তি হচ্ছে। জানতে পেরেছি দ্বন্দ্বের কারনে কাজ-কর্ম বন্ধ আছে। মহিদুল ইসলাম নামের একজন ভুক্তভোগী বলেন, শুনেছি এমপির ভাইয়ের কারনে দলিল সম্পাদন হচ্ছে না। রেজিষ্টারের সাথে তার বনিবনা না হওয়ায় কয়েক সপ্তাহ ধরে বন্ধ আছে সব কাজ। মানুষ ঘুরে যাচ্ছে অফিসে এসে।
জানতে চাইলে সাব রেজিস্টার মাহফুজ রেজা বলেন, ভাই এটা অনেক লম্বা কাহিনী। বলতে সময় লাগবে। আমি ট্রেনিংয়ে আছি। পরে আপনার সাথে কথা বলব এটা নিয়ে। তবে আপনি দৌলতপুর উপজেলা যুবলীগ সেক্রেটারী আব্দুল কাদের ও উপজেলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বললে জানতে পারবেন যে, কেন রেজিস্ট্রি কাজ বন্ধ। এ ব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বলেন, আমি বিষয়টি শুনেছি। এনিয়ে জেলা রেজিস্টারের সঙ্গে আমার কথা হয়েছে। যাতে মানুষের দুর্ভোগ না হয়, সে জন্য আমরা দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেব।
Leave a Reply