কাগজ প্রতিবেদক ॥ আমেরিকায় পাড়ি জমানো হলোনা কুষ্টিয়া মজমপুর গেটের নিউ করিম সাইকেল স্টোরের মালিক প্রতারক হাজী একলাছ উদ্দিনের। কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা এখলাছ উদ্দিন মোল্লা বুধবার আমেরিকান দূতাবাসে ভিসা নিতে গিয়ে ধরা খেয়েছেন। দূতাবাসের দায়িত্বরত কর্মকর্তা ভিসা প্রদানের আগে এখলাছ উদ্দিন মোল্লার ব্যক্তিগত নথি ঘাঁটতে গিয়ে তার বিরুদ্ধে দুই মামলার সাজাসহ সর্বমোট ৬টি মামলার নথি খুঁজে পান। আর তাতেই ঘটে বিপত্তি। পাশর্^বর্তী গুলশান থানা পুলিশকে দূতাবাসের পক্ষ থেকেই জানানো হয়। গ্রেপ্তার দেখিয়ে এখলাছ উদ্দিন মোল্লাকে নেওয়া হয় গুলশান থানা হেফাজতে। গুলশান থানা পুলিশ তাৎক্ষনাৎ কুষ্টিয়া মডেল থানায় বিষয়টি জানালে বুধবার রাতেই প্রতারক এখলাসকে গুলশান থানা হতে আনতে সঙ্গীয় ফোর্সসহ ঢাকার রওনা হন কুষ্টিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত আসামী হাজী এখলাসকে কুষ্টিয়া থানায় নিয়ে এসে আদালতে সোপর্দ করা হয়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা জানান এখলাছ উদ্দিন মোল্লার বিরুদ্ধে কুষ্টিয়ার আদালতে ৬টি সিআর মামলা রয়েছে। এর মধ্যে দু’টি মামলায় সাজাও হয়েছে। সম্প্রতি তিনি গ্রেপ্তার এড়াতে অতি গোপনে সপরিবারে দুবাইতে পাড়ি জমান। সেখান থেকে আমেরিকায় পাড়ি জমাতে প্রস্তুুতি নিতে থাকেন। আমেরিকা প্রবাসী তার বোনের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে ভিসাও চুড়ান্ত করতে ঢাকায় আসেন। ঢাকায় আত্মগোপনে থেকে ভিসার কার্যক্রম চালাতে থাকেন। গত বুধবার এখলাস মোল্লা যান আমেরিকা দুতাবাসে। শেষ পর্যন্ত আমেরিকা তো দুরের কথা পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। বৃহস্পতিবার তাকে কুষ্টিয়ার আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানের নির্দেশ দেন।
Leave a Reply