বশিররুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম গ্রামে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলেছেন এক গৃহবধূ। এ ঘটনাটি গতকাল মঙ্গলবার এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।গতকাল সোমবার সকাল ১০ টার দিকে পৌর এলাকার আনন্দধাম গ্রামে ঘটনাটি ঘটেছে। লম্পট শ্বশুর কুদ্দুস পৌর এলাকার এরশাদপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত ইজিবাইক স্ট্যাটারের কাজ করেন।স্থানীয়রা জানান, ওই নারীর স্বামী আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির যোগালির কাজ করেন। বাড়িতে তিনি শ্বশুর পরিবারের লোকজন নিয়ে থাকেন। ছেলে বাড়িতে না থাকার সুযোগে পুত্রবধূর ওপর কু-নজর পড়ে শ্বশুর কুদ্দুসের। গত সোমবার সকাল ১০ টার দিকে তাঁর স্বামী ও পরিবারের লোকজনের অনুপস্থিতিতে একা থাকার সুযোগে পুত্রবধুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এবং তাঁর উপরে চড়াও হয় শ্বশুর কুদ্দুস। ওই গৃহবধূ তাঁর আতœমর্যাদা রক্ষায় চিৎকার দিয়ে বাড়ি থেকে দৌড়ে পালাই। ভুক্তভোগী ওই গৃহবধূ সাংবাদিকদের জানান, গত ৬ মাস আগে পারিবারিক ভাবে অভিযুক্ত শ্বশুর কুদ্দুসের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর ওই গৃহবধূ জানতে পারে তাঁর স্বামী একজন মাদকাসক্ত। একারণে তাঁর স্বামীকে পরিবারের লোকজন খুব একটা পাত্তা দেয় না। এসুযোগে লম্পট শ্বশুর কুদ্দুস তাঁর উপরে কু-নজর দেয়। ইতিপূর্বেও বাড়ির লোকজনের অনুপস্থিতিতে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে শ্বশুর কুদ্দুস।
Leave a Reply