এনএনবি : সূচকের পতনের মধ্যদিয়ে গত সপ্তাহে লেনদেন হয়েছে পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার মূলধন হারিয়েছে ৪ হাজার ১৪৪ কোটি টাকা।
চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৪৮ হাজার ৯২২ কোটি টাকায়। ফাইল ছবি
চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৪৮ হাজার ৯২২ কোটি টাকায়।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪ হাজার ১৪৪ কোটি টাকা বা ০.৬৩ শতাংশ। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৪৮ হাজার ৯২২ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকা।
গত সপ্তাহের চেয়ে কমেছে ডিএসইর সব কটি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৬০.৪৪ পয়েন্ট বা ১.১৪ শতাংশ। এ ছাড়া ডিএসইএস সূচক কমেছে ১৫.৮৪ পয়েন্ট বা ১.৩৭ শতাংশ। আর ডিএসই-৩০ সূচক কমেছে ৩২.৮৬ পয়েন্ট বা ১.৭২ শতাংশ।
সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৫০ কোটি ৭৪ লাখ টাকা; আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ২ হাজার ৭০ কোটি ২ লাখ টাকা। লেনদেন কমেছে ১১৯ কোটি ২৮ লাখ টাকা।
এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ২৪.৬১ শতাংশ বা ১২৭ কোটি ৩৬ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৯০ কোটি ১৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫১৭ কোটি ৫০ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ২৪৮টির, আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক কমেছে ২.১৫ শতাংশ এবং সিএসসিএক্স সূচক কমেছে ২.১২ শতাংশ। সূচক অবস্থান করছে যথাক্রমে ১৫০৭২.২০ ও ৯০৬৭.৯১ পয়েন্টে।
এছাড়া সিএসআই সূচক ২.৩৯ শতাংশ, সিএসই-৩০ সূচক ১.৪২ শতাংশ ও সিএসই-৫০ সূচক ১.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৮২.৭১, ১১৬৩২.৮৮ ও ১০৭৯.০৯ পয়েন্টে।
তবে সূচকের পতনের পরও সপ্তাহ ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১১১ কোটি ১৩ লাখ টাকা। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ২৬৬ কোটি ২১ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ১৫৫ কোটি ৮ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২২৫টির, আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর।
Leave a Reply