কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. আমিরুল আরাফাত।
এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, কুমারখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক খাদেমুল ইসলাম, নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন জোয়ার্দার, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সাংবাদিক কেএমআর শাহীন, জাকের আলী প্রমুখ। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণে আইন সম্পর্কে জানা ও আইন বাস্তবায়নে ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের সচেতনতার পাশাপাশি মানুষের জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তায় মনিটরিং জোরদারের উপর গুরুত্ব দেন বক্তারা।
সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ি সমিতির নেতা সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply