1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 7:31 pm

চুয়াডাঙ্গার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানের ওপর দুর্বৃত্তের হামলা, ছুরিকাঘাতে গুরুতর আহত

  • প্রকাশিত সময় Tuesday, May 28, 2024
  • 79 বার পড়া হয়েছে

আলমডাঙ্গা ব্যুরো, আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের ওপর দুর্বৃত্তরা হামলা করেছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৮ মে) বেলা ১০টার দিকে দর্শনা-জীবননগর সড়কে আকন্দবাড়ীয়া আবাসন এলাকায় এ হামলার শিকার হন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চেয়ারম্যান আব্দুল হান্নানকে দেখতে গিয়েছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, চুয়াডাঙ্গা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন,সাবেক সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু সহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.শাপলা খাতুন বলেন, রোগীর পিঠের বামপাশে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। তার ফুসফুসেও ক্ষত সৃষ্টি হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চেয়ারম্যান আব্দুল হান্নানের স্ত্রী আসমা আখতার বলেন, ব্যক্তিগত কাজে সকালে দর্শনায় গিয়েছিলেন চেয়ারম্যান। ফেরার পথে আকন্দবাড়ীয়া আবাসন এলাকায় মোটরসাইকেল চালিয়ে দুজন হেলমেট পরিহিত দুর্বৃত্ত তাকে পেছন দিক থেকে পিঠে ধারালো ছুরি দিয়ে কোপ দেয়। তিনি সেই অবস্থায় মোটরসাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদে চলে আসেন। পরে তাঁকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কি কারণে কে বা কারা এ হামলা চালিয়েছে তা তিনি বলতে পারেননি।এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন বলেন, ঘটনাস্থলে থানা পুলিশের একটি দল গেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাত ১০টার দিকে মোটরসাইকেলে বাড়িতে ফেরার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন । সেই ঘটনায় তিনি হাতে ও পায়ে আঘাত পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640