1. nannunews7@gmail.com : admin :
September 20, 2024, 11:12 pm

মিরপুরে হাতের রগ কাটা কৃষি ব্যাংক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত সময় Sunday, May 26, 2024
  • 44 বার পড়া হয়েছে

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শয়নকক্ষ থেকে কৃষি ব্যাংক কর্মচারী মামুন আলী (২৫) নামের এক যুবকের হাতের রগ কাটা ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কুর্শা ইউনিয়নের মজন্দপাড়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মামুন ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক কুষ্টিয়ার বিভাগীয় কার্যালয়ে মাস্টাররোল চাকরি করতেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ‘পেপার কাটার’ উদ্ধার করেছে। প্রতিবেশী ও স্বজনরা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে আত্মহননের পথ বেছে নিতে পারেন ধারণা করা হচ্ছে। তবে হাতের কব্জি কাটা দেখে মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। পুলিশ, নিহতের স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, চার মাস আগে একই গ্রামের পল্লি চিকিৎসক লিয়াকত আলীর মেয়ের সঙ্গে মামুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা কারণে স্ত্রীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। এমনকি মাটির ঘরে থাকা নিয়েও স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো। বাধ্য হয়ে পুরোনো বাড়ির জমিতে পাকা ঘর নির্মাণকাজে হাত দিয়েছিলেন মামুন। কলহের জেরে বিয়ের পর থেকে স্ত্রী তার বাবার বাড়িতেই থাকতেন। প্রতিদিনের মতো আজ শনিবার সকালেও ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে ঘরে যায় মামুন। সকাল সাড়ে ৮টা বেজে গেলেও ঘর থেকে বের না হলে তাঁর মা ডাকতে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পান। এ সময় দরজায় ধাক্কা দিয়ে ঘরের ভেতর ঢুকে আড়ার সঙ্গে গলায় গামছা দিয়ে ছেলের ফাঁস নেওয়া ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। তাঁর চিৎকারে স্বজনেরা ছুটে এসে গামছা কেটে লাশ নামিয়ে পুলিশে খবর দেন। এ ছাড়া মামুনের বাম হাতের রগ কাটা ও ঘরের মেঝের এক পাশে রক্ত দেখতে পান তাঁরা। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর বেলা ২টার দিকে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর লাশ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের চাচাতো ভাই বোরহান উদ্দিন বলেন, লাশ নামানোর সময় মামুনের বাম হাতের রগ কাটা দেখতে পেয়েছি। এ ছাড়া গলায় জড়ানো গামছা বা হাতের নিচের মেঝেতে কোনো রক্ত দেখতে পাইনি। রক্তের দাগ ছিল ঘরের এক পাশে। ফাঁস নেওয়া ঘরের আড়া ও মেঝের উচ্চতা এবং গামছায় রক্তের কোনো দাগ না দেখে এই মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে ভাইয়ের পারিবারিক কলহ ছিল। মৃত্যুর খবর জানার পর স্ত্রী একবার দেখতে এসেছিলেন কিন্তু গ্রামবাসী উত্তপ্ত হয়ে গেলে চলে যান। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির বাম হাতের কবজিতে জখম ছিল। এ ছাড়া ঘর থেকে একটা কাগজ কাটারও উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওসি মোস্তফা হাবিবুল্øাগ আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বাকি তথ্য বলা যাবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640