1. nannunews7@gmail.com : admin :
November 11, 2025, 2:24 am
শিরোনাম :
কুমারখালীতে চোর সন্দেহে বাড়ি থেকে তুলে এনে দুই কিশোরকে রাতভর নির্যাতন, টাকার বিনিময়ে ছাড় অধ্যাপক শহীদুল ইসলামকে বিএনপির প্রার্থী করার দাবিতে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন দৌলতপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধনে প্রাথমিক শিক্ষকেরা শেষবারের মতো হলেও অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা একমাত্র ছেলে সায়মুন আরাফাত স্বপ্নিল-এর জন্মদিনে বাবা-মায়ের আবেগঘন শুভেচ্ছা দৌলতপুরের বয়স্কভাতার টাকা যায় বগুড়ায়, মেম্বারের শ্বশুরবাড়ি! মাইকিং করে বিক্ষোভে ক্ষুব্ধ ভাতাভোগীরা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়

প্লাস্টিকের দরজার দেশিয় বাজার ৫০০ কোটি টাকা

  • প্রকাশিত সময় Saturday, May 25, 2024
  • 234 বার পড়া হয়েছে

এনএনবি : সাশ্রয়ী আর টেকসই হওয়ায় আবাসিক ও বাণিজ্যিক ভবনে প্লাস্টিক ও প্রক্রিয়াজাতকৃত বোর্ডের দরজার দিকে ঝুঁকছে মানুষ। উৎপাদক প্রতিষ্ঠানগুলো বলছে, মাসে লাখ পিসের বেশি দরজা বিক্রি করেন তারা। যার দেশিয় বাজার ৫০০ কোটি টাকার ওপরে।
দরজা যেমন ঘরের ভেতরে ঢোকার পথ। তেমনি কাউকে ঢুকতে না দিতেও তার সমান ব্যবহার। তবে এর বাইেরও ঘর বা বাড়ির স্থপত্য শৈলীতে ভিন্নমাত্রা নিয়ে আসে এই দরজা। সময়ের সঙ্গে রুচির ভিন্নতায় বদলেছে এর নকশা থেকে শুরু করে উপাদান।
অতীতের কারুকাজখচিত কাঠের জায়গা নিচ্ছে পার্টিক্যাল বোর্ড, কাঁচ, লোহা, স্টিল, এমনকি প্লাস্টিক। বাড়ির সব ধরনের দরজার চাহিদা পূরণে সক্ষম বলে ব্যবহারকারীও ঝুঁকছেন ইউপিভিসি ডোর, ফ্ল্যাশ ডোর, উডেন ডোরের মতো পণ্যে। ক্রেতা চাহিদায় নজর রেখে দেশের স্বনামধন্য প্রায় ডজনখানেক প্রতিষ্ঠান তৈরি করছে দরজা।
তেমনি একটি প্রতিষ্ঠান মোস্তফা ডোর। কসমো ডোর, ক্যাবিনেট ডোর, পাওয়ার ডোর, কাবস ডোর, ইকো ফ্রেন্ডলি ডোর ও প্রোসেসড ডোর তৈরি করে আসছে তারা।
পরিমাণমতো উপাদান মিশিয়ে ইউপিভিসি দরজা তৈরির সূচনা করেন মিক্সিং অপারেটর। এরপরের কাজ মিক্সার মেশিনের। প্রায় ১৫ মিনিটের মিশ্রণ এবং কয়েকটি জটিল ধাপ পেরিয়ে আকার আসে দরজার প্যানেলের।
প্রাথমিকভাবে নির্দিষ্ট মাপে কাটবার পরে শুরু হয় প্যানেলের গুণগত মান পরীক্ষা ও অন্যান্য কাজ। পরীক্ষায় কৃতকার্য হলে দরজার পাল্লা পাঠানো হয় পরবর্তী সেকশনে। যেখানে প্রথমে করা হয় প্রিন্টিং, তারপর চলে ফ্রেম বসানো, কলকব্জা সংযুক্তের মতো কাজ।
কাঠের বিকল্প এসব দরজার দেশিয় বাজার ৫০০ কোটি টাকার উপরে। বাথরুম, রান্নাঘর, বারান্দার মতো স্থানভেদে দরজার ডিজাইন ও মানের ভিন্নতার কারণে ইউপিভিসির মতো দরজা ব্যবহারে আগ্রহী হচ্ছে মানুষ। আর কাঠের দরজার তুলনায় সাশ্রয়ী এবং রোদ-বৃষ্টি-আগুনে অধিক টেকসই হওয়াও জনপ্রিয়তার কারণ বলে জানান ব্যবসায়ীরা।
একজন ব্যবসায়ী বলেন, ‘দিনদিন প্লাস্টিকের দরজার উৎপাদন বাড়ছে, বিক্রিও বাড়ছে। আর কাঠের দরজায় প্রসেসিংগুলো ভালোভাবে করতে পারে না। প্লাস্টিকের বোর্ড ঘুনে খায় না, নষ্টও হয় না। আর কাঠ শীতকাল আসলে ফাঁকা হয়ে যায়।’
দেশের চাহিদার ৯০ শতাংশ পূরণ করতে পারলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশে প্রস্তুতকৃত দরজা। বিদেশিদের চাহিদামাফিক দরজা উৎপাদন এবং এই নতুন ধরনের দরজা উৎপাদনের প্রচেষ্টার বার্তা দেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।
মোস্তফা ডোরের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী বলেন, ‘উড এবং প্লাস্টিকের পাউডার দিয়ে মিশ্রণ করে একটা দরজা বানানো হয়। নিঃসন্ধেহে এটা পরিবেশবান্ধব ও দেশের জন্য খুব ভালো। দেশ থেকে অনেক প্লাস্টিক রপ্তানি হলেও দরজাটা একটু কম হচ্ছে। ভারতে আমরা কিছু রপ্তানি করছি, কিন্তু আমরা চাই আরও বেশি দেশে বেশি রপ্তানি করতে।’
পারটেক্স পার্টিকেল বোর্ড লিমিটেডের হেড অব বিজনেস সৈয়দ কাইয়ুম হাসান বলেন, ‘প্রতি বছর আমরা ১ লাখ পিছের উপরে দরজা বাজারজাত করছি। এটার মেইন ইউজার হচ্ছে ডেভেলোপার কোম্পানি ও সরকারি প্রজেক্টগুলোতে বেশি ব্যবহার হয়। আমরা খুব আশাবাদি যে আমাদের দেশের চাহিদা আরও বেশি বাড়বে। এর পাশাপাশি দরজা বিদেশেও রপ্তানি করতে পারবো।’
এদিকে কৃত্রিম ও প্রক্রিয়াজাতকৃত কাঠ দিয়ে তৈরি করা দরজার বাজারও দেশে বড় হচ্ছে দিনে দিনে। ৫০ বছরের গ্যারান্টি, আজীবন ঘুনে না ধরা ও দীর্ঘক্ষণ আগুনে সুরক্ষিত থাকার মতো প্রতিশ্রুতি দিচ্ছেন দরজা নির্মাতারা। আর আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব কাঁচামাল ব্যবহারে সুফল মিলছে কপাট বাণিজ্যে।

দু’মাসের মধ্যে গ্রিডে যুক্ত হবে
কৈলাশটিলার নতুন কূপে মজুত গ্যাসের
বাজার মূল্য ১ হাজার ৬০০ কোটি টাকা
এনএনবি : আগামী দু মাসের মধ্যে সিলেটের কৈলাশটিলা গ্যাসফিল্ডের ৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সংযুক্ত করা হবে। কূপে গ্যাসের মজুত বিবেচনা করলে বর্তমান বাজার মূল্য প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা বলে জানিয়েছে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম।
প্রায় ৪ মাসের মাথায় খনন কাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় পর শুক্রবার (২৪ মে) রাত ১০ টায় ৮ নম্বর কূপ পরিদর্শনে আসেন জ্বালানী সচিব মো. নুরুল আলম। প্রায় ৩০ মিনিট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান এতে গ্যাসের যে চাপ মিলেছে তাতে এখান দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব।
জ্বালানী সচিব মো. নুরুল আলম বলেন, ‘২০ থেকে ২২ মিলিয়ন ঘুনফুট গ্যাস আমরা ৮ থেকে ১০ বছর উত্তোলন করতে পারবো। আমাদের দেশীয় মূল্যে ১ হাজার ৬শ’ কোটি টাকার গ্যাস রয়েছে।’
কূপের মোট মজুদকৃত গ্যাসের পরিমান ৫০ বিসিএফ। এই কূপ থেকে প্রতিদিন ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত করা সম্ভব জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাছাড়া গ্যাসের সাথে উপজাত হিসেবে কনডেনসেটও মিলবে তবে প্রতি ঘনফুট গ্যাসের সাথে কি পরিমান কনডেনসেট মিলবে পরীক্ষা নিরীক্ষার পরই তা জানা যাবে।
কূপ খনন কাজে নিয়োজিত দেশীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) জানায় ৩৪শ’ ফুটের বেশিও খনন করার পর গ্যাসের সন্ধান মেলে। একের পর এক কূপ খননে সামনে আরও আশাবাদী তারা।
বাপেক্সের এমডি মো. শোয়েব বলেন, ‘আমরা এখানে ৩৪শ’ ৩৮ থেকে ৩৪শ’ ৪৬ পর্যন্ত খনন করেছি।’
এর আগে শুক্রবার সকালে সিলেটের কৈলাশটিলা গ্যাসফিল্ডে এই কূপে গ্যাসের সন্ধান পাওয়া যায়। কর্মকর্তাদের মতে এই কূপ থেকে প্রতিদিন ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হবে।
সারাদেশে গ্যাস উৎপাদন বাড়াতে নতুন যে সকল প্রকল্প হাতে নেয়া হয়। প্রাকৃতিক সম্পদের আঁধার হিসেবে পরিচিত সিলেটে গত বছর থেকেই কূপ অনুসন্ধান ও খননের কাজ চলমান রেখেছে সিলেট গ্যাসফিল্ড কর্তৃপক্ষ। তার মধ্যে একটি এই কৈলাশটিলা ৮ নম্বর কূপ। কৈলাশটিলা-৮ কূপের খনন কাজ শুরু হয় চলতি বছরের ১১ জানুয়ারি।
সিলেট গ্যাসফিল্ড কোম্পানির এই কূপটি ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে খনন করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স।
কূপের মাত্র দেড় কিলোমিটার দূরে বিদ্যমান পাইপলাইন ও আড়াই কিলোমিটার দূরত্বে ব্যবহারযোগ্য প্রসেস প্লান্ট রয়েছে। তাই দ্রুত এই গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত করা সম্ভব বলে জানান কর্মকর্তারা।
প্রায় দেড়শ’ কোটি টাকা খরচে ৮ নম্বর কূপ উন্নয়নকাজ গত জানুয়ারীতে উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্ত্রী নসরুল হামিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640