কৃষি প্রতিবেদক ॥গোলাপ মূলত শীতকালীন ফুল। গোলাপ ফুল হলো সৌর্ন্দয্য ও লাবন্যরে প্রতীক। তবে র্বতমানে এর চাহদিা ও সৌর্ন্দয্যরে কারণে সারা বছরই গোলাপ চাষ করা হচ্ছ।ে র্বণ, গন্ধ ও কমনয়িতায় গোলাপকে ফুলরে রানী বলা হয়ে থাক।ে পৃথবিীর সব দশেইে কমবশেি সারাবছর গোলাপরে চাষ হয়ে থাক।ে বাংলাদশেে র্বতমানে বাণজ্যিকিভাবে বভিন্নি জলোতে গোলাপরে চাষ করা হচ্ছ।ে গোলাপরে চাষ দনি দনি বৃদ্ধি পাওয়ায় গোলাপ র্অথনতৈকি ক্ষত্রেওে গুরুত্বর্পূণ অবদান রাখছ।ে
জলবায়ু ও মাটঃি গোলাপ প্রধানত শীত এবং নাতশিীতোষ্ণ মণ্ডীয় একটি ফুল। বশেি উষ্ণ বা র্আদ্র আবহাওয়ায় গোলাপরে গাছ ভালো হয় না। ২০-৩০ ডগ্রিী স.ে তাপমাত্রা, ৮৫% আপক্ষেকি র্আদ্রতা এবং ১০০-১২৫ সমেি গড় র্বাষকি বৃষ্টপিাত গোলাপ চাষরে জন্য উপযোগী। ৬.০-৬.৫ ঢ়ঐ মানযুক্ত সুনষ্কিাশতি এবং র্উবর দোঁআশ মাটি গোলাপ চাষরে জন্য উত্তম।
গোলাপরে জাতঃ পৃথবিীতে বভিন্নি জাতরে গোলাপ রয়ছে।ে তার মধ্যে বাংলাদশেে চাষ হয় এমন কছিু জাতসমূহ হলোঃ মরিান্ড,ি পাপা মলোন্ড, ডাবল ডলিাইট, তাজমহল, প্যারাডাইস, ব্লু-মুন, মন্টজেুমা, টাটা সন্টোর, সটিি অব বলেফাষ্ট ইত্যাদ।ি
রোপণ সময়ঃ বাংলাদশেে অক্টোবর থকেে ফব্রেুয়ারী মাস র্পযন্ত গোলাপরে চারা রোপণরে জন্য উপযুক্ত সময়।
গোলাপরে বংশবৃদ্ধঃি গোলাপ গাছ বীজ, কাটংি, গুটি কলম এবং চোখ কলমরে মাধ্যমে বংশবস্তিার করে থাক।ে শুধুমাত্র প্রজনন বা ফসল উন্নয়ন র্কমসূচীর ক্ষত্রেে বীজরে মাধ্যমে গোলাপরে বংশবস্তিার হয়ে থাক।ে তবে নতুন গাছ উৎপন্নরে প্রধান পদ্ধতি হলো বাডংি বা চোখ কলম, যার মাধ্যমে বাণজ্যিকিভাবে ফুলরে উৎপাদন করা হয়ে থাক।ে যে জাতটরি বংশবৃদ্ধি করা হয় তার চোখ অপর একটি সুবধিামতো আদজিোড় বা (ৎড়ড়ঃংঃড়পশ) এর উপর স্থাপন করা হয়ে থাক।ে আদজিোড় গাছরে সজীবতা, উৎপাদনশীলতা, ফুলরে গুনাবলী, ঝোপরে স্থায়ীত্ব, রোগ প্রতরিোধ ক্ষমতা, মাটি ও আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নওেয়ার গুরুত্বর্পূণ ভূমকিাও পালন করে থাক।ে আদজিোড়রে কাটংিসমূহ (পন্সেলি আকৃত)ি গ্রীষ্মরে শষেে তরৈি করা হয়ে থাকে এবং র্নাসারতিে সারি করে ২৫ -৩০ সমেি দূরত্বে রোপন করা হয়। প্রায় ৬ মাস পর এইসব কাটংিসমূহ বাডংি এর জন্য উপযুক্ত আকৃতরি কান্ড তরৈি করে থাক।ে গোলাপরে ক্ষত্রেে মূলত ঞ-বাডংি করা হয়ে থাক।ে
টবে গোলাপরে চাষপদ্ধতঃি
টবরে স্থানঃ খোলামলো ও আলো বাতাসর্পূণ এমন স্থানে গোলাপরে টব রাখতে হবে যখোনে গাছ সকালরে র্সূয করিণসহ ৬-৮ ঘন্টা রোদ পায়। বকিলেরে রোদ (বশিষে করে গ্রীষ্মকাল)ে না লাগানোই ভালো, কনেনা এতে ফুলরে রং ফ্যাকাসে হয়ে যতেে পার।ে লক্ষ রাখতে হবে গোলাপ গাছে যাতে চারদিকি হতইে আলো পড়।ে কনেনা একদকিে আলো পলেে গাছটি কবেল আলোর দকি দয়িইে বাড়ব।ে এজন্য টবসহ গাছটি মাঝে মাঝে ঘুরয়িে নতিে হব।ে গ্রীষ্মরে প্রখর রোদ থকেে টবরে গোলাপ গাছকে রক্ষা করার জন্য র্পযায়ক্রমে রোদ ও ছায়ায় ঘুরয়িে ফরিয়িে টব রাখলে গাছ ভালো থাকবে এবং ফুলও বশেি দনি পাওয়া যাব।ে
মাটি তরৈঃি এঁটলে মাটি গোলাপ চাষরে জন্য উপযোগী নয়। টবরে জন্য সার মাটি এমনভাবে তরৈি করতে হবে যাতে মাটি বশে ফাঁপা থাকে এবং পানি জমে না থাক।ে ১ ভাগ দোআঁশ মাট,ি ৩ ভাগ গোবর সার বা কম্পোষ্ট, ১ ভাগ পাতা পচা সার, আধা ভাগ বালি (নদীর সাদা বালি হলে ভাল হয়) দয়িে মশ্রিণ তরৈি করে তাতে এক মুঠো সরষিার খলৈ ও এক চামচ চুন মশিয়িে ১টি ২০ সমেি (৮ ইঞ্চ)ি টবে ১ মাস রখেে দতিে হব।ে এই ১ মাস টবে পানি দয়িে মাটি উল্টে পাল্টে দতিে হব।ে এতে মাটরি মশ্রিণ ভালো হব।ে অনকেে মাটরি মশ্রিণে ব্যবহৃত চা পাতা ব্যবহার করওে ভালো ফল পয়েছেনে। টবে নচিরে কয়কে সমেি পরমিাণ অংশে ইট বা মাটরি হাড়ি পাতলিরে ভাংগা টুকরা এমনভাবে বছিয়িে দতিে হয় যাতে টবরে মাটি এগুলোর উপর থাক।ে এতে অতরিক্তি পানি নষ্কিাশনরে সুবধিা হব।ে
টবরে আকারঃ টবরে আকার নর্ভির করে যে গোলাপরে চাষ করা হবে তার জাতরে উপর। ছোট জাতরে জন্য ২০ সমেি (৮ ইঞ্চ)ি টব, বড় জাতরে জন্য ৩০ সমেি (১২ ইঞ্চ)ি বা আরো বড় টব ব্যবহার করতে হব।ে তবে প্রথম বছর যে আকাররে টবে গাছ বসানো হবে পররে বছর বড়- আকাররে টবে গাছ স্থানান্তর করলে বড় আকাররে বশেি ফুল পাওয়া যাব।ে
টবে চারা বসানোর সময়ঃ বছররে যে কোন সময়ই টবে গোলাপরে চারা বসানো যায়। তবে সপ্টেম্বের-অক্টোবর ও জানুয়ার-িফব্রেুয়ারি মাস চারা লাগানোর উত্তম সময়। এ সময় চারা লাগালে বশেি দনি ধরে ফুল পাওয়া যাব।ে এছাড়াও গাছরে পরর্চিযা করতে সুবধিা হবে এবং গাছে রোগ ও পোকার আক্রমণ তুলনামুলকভাবে কম হয়ে থাক।ে
টবে চারা বসানোঃ চারাগাছ বা কলমচারা মাটরি গোল্লাসহ পলথিনি ব্যাগে অথবা ছোট মাটরি টবে কনিতে পাওয়া যায়। চারাটি যদি টবরে হয়, তাহলে টব থকেে পুরো মাটসিহ চারাটি এমনভাবে নতিে হবে যাতে ভংেগে না যায় বা শকিড়রে কোন ক্ষতি না হয়। ভজো মাটরি গোল্লাসহ চারা সংগ্রহ করলে তা একটু শুকয়িে নতিে হব।ে চারা বসাবার আগইে গাছরে অপ্রয়োজনীয় পুরোনো বা মরা ডাল পালা হালকা ভাবে ছঁেটে দতিে হব।ে এরপর চারাটি টবরে মাঝখানে সোজা করে বসয়িে টবরে ওপরে কছিু কম্পোষ্ট সার দয়িে গাছরে গোড়ারমাটি হালকা চাপ দয়িে বসয়িে দতিে হব।ে চারা এমনভাবে বসাতে হবে যাতে কুঁড়ি বরে হবার গটি/ র্পব টি মাটরি ওপরইে থাক।ে
সচেঃ টবে বসানোর পর অন্তত ২-৩ বার পানি সচে দতিে হব।ে চারা অবস্থায় গাছ যাতে প্রখর রোদ বা বৃষ্টরি ঝাপ্টা থকেে রক্ষা পায় সে দকিে খয়োল রাখতে হব।ে প্রথম অবস্থায় ৩/৪ ঘণ্টা এবং ধীরে ধীরে বাড়াতে বাড়াতে ৬-৭ ঘণ্টা রোদ পাওয়ার ব্যবস্থা করলে গোলাপরে ফলন ভালো হব।ে পানি সচেরে সময় লক্ষ্য রাখতে হবে যাতে গাছরে গোড়ায় পানি দাঁড়য়িে না থাক।ে কচি পাতা ও কুঁড়ি ছাড়ার সময় পানি বশেি প্রয়োজন হয়ে থাক।ে এ সময় সকাল সন্ধ্যা সচে দওেয়া উচতি। ঝাঁঝরি দয়িে ডালপালাসহ সমস্ত গাছটইি পানি দয়িে ভজিয়িে দতিে হব।ে
সার প্রয়োগঃ টব বসাবার ১ মাস পর থকেে ১৫-৩০ দনি অন্তর অন্তর সার দতিে হব।ে শীতরে ঠকি পরইে র্অথাৎ র্মাচরে শষেে বা এপ্রলিরে প্রথম দকিে টবরে উপররে ৮/১০ সমেি মাটরি স্তর তুলে দয়িে খালি জায়গায় পচা গোবর সার ও নতুন ফাঁপা মাটি দয়িে ভরে দতিে হব।ে এর পর খড় বা পাতা দয়িে ঢকেে গ্রীষ্মরে প্রখর রোদ থকেে গাছরে শকিড়কে রক্ষা করতে হব।ে শীতকালে গাছ ছাটার পর, প্রতি টবে ৩ মুঠা গুঁড়া গোবর সার ও ১ মুঠা স্টমিড হাড়রে গুঁড়া বা স্টরোমলি প্রয়োগ করতিে হইব।ে পরর্বতীতে পুরো শীতকালে ১ মাস পর পর ১ মুঠা করে স্টমিড্ বোন মলি বা স্টরোমলি প্রয়োগ করতে হব।ে
গোলাপ গাছে বশেি ফুল উৎপাদনরে জন্য পাতার সার ও ফলয়িার স্প্ররে জনপ্রয়ি। কয়কেটি রাসায়নকি সার মশিয়িে এই সার প্রস্তুত করতে হয়। শীতকালে সকাল ৮টার মধ্যে ফলয়িার স্প্রে করতে হয়। দুই প্রকাররে পাতা সার গাছে ব্যবহার করা হয়, ১টি গাছরে স্বাস্থ্য ও ফুল ভাল করার জন্য অপরটি ট্রসে এলমিন্টেরে জোগান দয়োর জন্য, যমেন- ইউরয়িা, ডাই-অ্যামোনয়িাম সালফটে ও ডাই-পটাশয়িাম ফসফটে প্রতটিি ১০ গ্রাম করে ১০ লটিার পানতিে গুলে স্প্রে দ্রবণ তরৈি করতে হব।ে ট্রসে এলমিন্টেরে জন্য ম্যাগনশেয়িাম সালফটে ২০ গ্রাম, ম্যাঙ্গানজি সালফটে ১৫ গ্রাম, ফরোস সালফটে ১০ গ্রাম, বোরাক্স ৫ গ্রাম হারে মশিয়িে প্রতি লটিার পানতিে উল্লখেতি মশ্রিণটরি ২ গ্রাম করে গুলয়িে স্প্রে করতে হব।ে দুইটি পাতা সাররে সাথইে কীটনাশক বা বালাইনাশক মশিয়িে স্প্রে করা যায় কন্তিু দুটি সার এক সাথে মশিয়িে স্প্রে করা যাবে না।
পাতার সার টবরে গোলাপরে জন্য অপরহর্িায এবং জমরি গোলাপরে জন্য উপকারী। পাতার দু’দকিইে ভালোভাবে স্প্রে করতে হব।ে রাসায়নকি তরল সাররে পরর্বিতে গোবর ও সরষিার খলৈ ৪/৫ দনি পানতিে পচয়িে তরল করে সপ্তাহে ২ দনি করে ব্যবহার করা যাব।ে গাছরে নতুন ডাল-পালা বাড়াতে ও ফুলরে আকার বড় করতে এ ধরনরে তরল সার গুরুত্বর্পূণ ভূমকিা পালন কর।ে তরল সাররে অভাবে ছোট মাছপঁচা পানি গাছরে গোড়ায় দওেয়া যাব।ে র্দুবল গাছে প্রতি লটিার পানতিে ২ গ্রাম করে ইউরয়িা মশিয়িে সকাল বকিাল পাতায় স্প্রে করলে গাছ তাজা থাক।ে
চুন-পানি প্রয়োগঃ প্রতি লটিার পানতিে ১ চামচ গুড়ো চুন পরস্কিার পানতিে ভালোভাবে গুলে পাতলা ন্যাকড়ায় ছঁেকে প্রতি ৩ মাস পর পর দতিে হয়। চুন-পানি দওেয়ার ১৫ দনিরে মধ্যে অন্য কোন সার না দয়িে শুধু পানি দতিে হব।ে
গাছ ছাঁটাইঃ মৃত ও রোগআক্রান্ত ডাল অপসারনরে জন্য, গাছরে উপযুক্ত আকৃতি প্রদানরে জন্য, প্রতটিি ডালে ফুল আসার জন্য এবং প্রয়োজনীয় রোদ্র পাওয়ার জন্য নয়িমতি গাছ ছাটাই করতে হয়। গোলাপ হলো প্রচুর শাখা বস্তিারকারী গুল্ম জাতীয় গাছ। গাছরে ফুল দওেয়া শষে হলইে গাছ ছঁেটে দতিে হব।ে নয়িমতি গাছ ছাঁটাই করলে বশেি ও বড় আকাররে ফুল পাওয়া যায়। র্বষার পর অক্টোবর-নভম্বের মাস ছাঁটাইয়রে জন্য উপযুক্ত সময়। সাধারণত ২০-২৫ সমেি (৮-১০ ইঞ্চ)ি বড় রখেে ডাল ছঁেটে দতিে হয়। ডাল এমনভাবে কাটতে হবে যাতে থঁেতলে বা ছঁিড়ে না যায়। এ জন্য ধারালো ছুরি ব্যবহার করতে হয়। সাদা, হলুদ, হালকা হলুদ ও দো-রঙা জাতরে গোলাপ গাছ খুব হালকা ছাঁট আর লাল জাতরে গোলাপ গাছে শক্ত ছাঁট দতিে হব।ে
গাছ ছাঁটাইয়রে পর ডাইব্যাক রোগরে আক্রমণ হতে পার।ে সুতরাং গাছ ছাঁটাইয়রে আগে ও পরে কীটনাশক ও ছত্রাক নাশক দুটোই প্রয়োগ করতে হব।ে
রোগ-পোকা দমনঃ শুঁয়ো পোকা বা অনষ্টিকারী অন্য যে কোন পোকা দখো মাত্র ধরে মরেে ফলেতে হব।ে লাল মাকড়সার আক্রমণ ও ডাইব্যাক রোগই বশে মারাত্মক। গোলাপ গাছরে নানা অংশ কালো হয়ে মরে যাওয়া। এ রোগটকিইে ডাইব্যাক বল।ে গাছরে রোগাক্রান্ত অংশটি কটেে ফলেে ডাইথনে এম-৪৫ ২ গ্রাম/ লটিার পানতিে মশিয়িে স্প্রে করতে হব।ে
চারা সংগ্রহঃ চারা সংগ্রহরে সময় সুস্থ ও ভালো চারা সংগ্রহ করা উচতি। চারা সংগ্রহরে সময় এর গোড়ার মাটরি গোল্লাটি অবকিল আছে কনিা তা ভালো করে দখেে নতিে হব।ে মাটরি গোল্লাসহ চারার গোড়ার শকিড় বরেয়িে থাকা অবস্থার চারা গাছ না নওেয়াই ভালো। অভজ্ঞি লোকরে পরার্মশ অনুযায়ী বশ্বিস্ত ও পরচিতি র্নাসারি থকেে চারা সংগ্রহ করা উত্তম।
গোলাপ মূলত শীতকালীন ফুল। গোলাপ ফুল হলো সৌর্ন্দয্য ও লাবন্যরে প্রতীক। তবে র্বতমানে এর চাহদিা ও সৌর্ন্দয্যরে কারণে সারা বছরই গোলাপ চাষ করা হচ্ছ।ে র্বণ, গন্ধ ও কমনয়িতায় গোলাপকে ফুলরে রানী বলা হয়ে থাক।ে পৃথবিীর সব দশেইে কমবশেি সারাবছর গোলাপরে চাষ হয়ে থাক।ে বাংলাদশেে র্বতমানে বাণজ্যিকিভাবে বভিন্নি জলোতে গোলাপরে চাষ করা হচ্ছ।ে গোলাপরে চাষ দনি দনি বৃদ্ধি পাওয়ায় গোলাপ র্অথনতৈকি ক্ষত্রেওে গুরুত্বর্পূণ অবদান রাখছ।ে
জলবায়ু ও মাটঃি গোলাপ প্রধানত শীত এবং নাতশিীতোষ্ণ মণ্ডীয় একটি ফুল। বশেি উষ্ণ বা র্আদ্র আবহাওয়ায় গোলাপরে গাছ ভালো হয় না। ২০-৩০ ডগ্রিী স.ে তাপমাত্রা, ৮৫% আপক্ষেকি র্আদ্রতা এবং ১০০-১২৫ সমেি গড় র্বাষকি বৃষ্টপিাত গোলাপ চাষরে জন্য উপযোগী। ৬.০-৬.৫ ঢ়ঐ মানযুক্ত সুনষ্কিাশতি এবং র্উবর দোঁআশ মাটি গোলাপ চাষরে জন্য উত্তম।
গোলাপরে জাতঃ পৃথবিীতে বভিন্নি জাতরে গোলাপ রয়ছে।ে তার মধ্যে বাংলাদশেে চাষ হয় এমন কছিু জাতসমূহ হলোঃ মরিান্ড,ি পাপা মলোন্ড, ডাবল ডলিাইট, তাজমহল, প্যারাডাইস, ব্লু-মুন, মন্টজেুমা, টাটা সন্টোর, সটিি অব বলেফাষ্ট ইত্যাদ।ি
রোপণ সময়ঃ বাংলাদশেে অক্টোবর থকেে ফব্রেুয়ারী মাস র্পযন্ত গোলাপরে চারা রোপণরে জন্য উপযুক্ত সময়।
গোলাপরে বংশবৃদ্ধঃি গোলাপ গাছ বীজ, কাটংি, গুটি কলম এবং চোখ কলমরে মাধ্যমে বংশবস্তিার করে থাক।ে শুধুমাত্র প্রজনন বা ফসল উন্নয়ন র্কমসূচীর ক্ষত্রেে বীজরে মাধ্যমে গোলাপরে বংশবস্তিার হয়ে থাক।ে তবে নতুন গাছ উৎপন্নরে প্রধান পদ্ধতি হলো বাডংি বা চোখ কলম, যার মাধ্যমে বাণজ্যিকিভাবে ফুলরে উৎপাদন করা হয়ে থাক।ে যে জাতটরি বংশবৃদ্ধি করা হয় তার চোখ অপর একটি সুবধিামতো আদজিোড় বা (ৎড়ড়ঃংঃড়পশ) এর উপর স্থাপন করা হয়ে থাক।ে আদজিোড় গাছরে সজীবতা, উৎপাদনশীলতা, ফুলরে গুনাবলী, ঝোপরে স্থায়ীত্ব, রোগ প্রতরিোধ ক্ষমতা, মাটি ও আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নওেয়ার গুরুত্বর্পূণ ভূমকিাও পালন করে থাক।ে আদজিোড়রে কাটংিসমূহ (পন্সেলি আকৃত)ি গ্রীষ্মরে শষেে তরৈি করা হয়ে থাকে এবং র্নাসারতিে সারি করে ২৫ -৩০ সমেি দূরত্বে রোপন করা হয়। প্রায় ৬ মাস পর এইসব কাটংিসমূহ বাডংি এর জন্য উপযুক্ত আকৃতরি কান্ড তরৈি করে থাক।ে গোলাপরে ক্ষত্রেে মূলত ঞ-বাডংি করা হয়ে থাক।ে
টবরে স্থানঃ খোলামলো ও আলো বাতাসর্পূণ এমন স্থানে গোলাপরে টব রাখতে হবে যখোনে গাছ সকালরে র্সূয করিণসহ ৬-৮ ঘন্টা রোদ পায়। বকিলেরে রোদ (বশিষে করে গ্রীষ্মকাল)ে না লাগানোই ভালো, কনেনা এতে ফুলরে রং ফ্যাকাসে হয়ে যতেে পার।ে লক্ষ রাখতে হবে গোলাপ গাছে যাতে চারদিকি হতইে আলো পড়।ে কনেনা একদকিে আলো পলেে গাছটি কবেল আলোর দকি দয়িইে বাড়ব।ে এজন্য টবসহ গাছটি মাঝে মাঝে ঘুরয়িে নতিে হব।ে গ্রীষ্মরে প্রখর রোদ থকেে টবরে গোলাপ গাছকে রক্ষা করার জন্য র্পযায়ক্রমে রোদ ও ছায়ায় ঘুরয়িে ফরিয়িে টব রাখলে গাছ ভালো থাকবে এবং ফুলও বশেি দনি পাওয়া যাব।ে
মাটি তরৈঃি এঁটলে মাটি গোলাপ চাষরে জন্য উপযোগী নয়। টবরে জন্য সার মাটি এমনভাবে তরৈি করতে হবে যাতে মাটি বশে ফাঁপা থাকে এবং পানি জমে না থাক।ে ১ ভাগ দোআঁশ মাট,ি ৩ ভাগ গোবর সার বা কম্পোষ্ট, ১ ভাগ পাতা পচা সার, আধা ভাগ বালি (নদীর সাদা বালি হলে ভাল হয়) দয়িে মশ্রিণ তরৈি করে তাতে এক মুঠো সরষিার খলৈ ও এক চামচ চুন মশিয়িে ১টি ২০ সমেি (৮ ইঞ্চ)ি টবে ১ মাস রখেে দতিে হব।ে এই ১ মাস টবে পানি দয়িে মাটি উল্টে পাল্টে দতিে হব।ে এতে মাটরি মশ্রিণ ভালো হব।ে অনকেে মাটরি মশ্রিণে ব্যবহৃত চা পাতা ব্যবহার করওে ভালো ফল পয়েছেনে। টবে নচিরে কয়কে সমেি পরমিাণ অংশে ইট বা মাটরি হাড়ি পাতলিরে ভাংগা টুকরা এমনভাবে বছিয়িে দতিে হয় যাতে টবরে মাটি এগুলোর উপর থাক।ে এতে অতরিক্তি পানি নষ্কিাশনরে সুবধিা হব।ে
টবরে আকারঃ টবরে আকার নর্ভির করে যে গোলাপরে চাষ করা হবে তার জাতরে উপর। ছোট জাতরে জন্য ২০ সমেি (৮ ইঞ্চ)ি টব, বড় জাতরে জন্য ৩০ সমেি (১২ ইঞ্চ)ি বা আরো বড় টব ব্যবহার করতে হব।ে তবে প্রথম বছর যে আকাররে টবে গাছ বসানো হবে পররে বছর বড়- আকাররে টবে গাছ স্থানান্তর করলে বড় আকাররে বশেি ফুল পাওয়া যাব।ে
টবে চারা বসানোর সময়ঃ বছররে যে কোন সময়ই টবে গোলাপরে চারা বসানো যায়। তবে সপ্টেম্বের-অক্টোবর ও জানুয়ার-িফব্রেুয়ারি মাস চারা লাগানোর উত্তম সময়। এ সময় চারা লাগালে বশেি দনি ধরে ফুল পাওয়া যাব।ে এছাড়াও গাছরে পরর্চিযা করতে সুবধিা হবে এবং গাছে রোগ ও পোকার আক্রমণ তুলনামুলকভাবে কম হয়ে থাক।ে
টবে চারা বসানোঃ চারাগাছ বা কলমচারা মাটরি গোল্লাসহ পলথিনি ব্যাগে অথবা ছোট মাটরি টবে কনিতে পাওয়া যায়। চারাটি যদি টবরে হয়, তাহলে টব থকেে পুরো মাটসিহ চারাটি এমনভাবে নতিে হবে যাতে ভংেগে না যায় বা শকিড়রে কোন ক্ষতি না হয়। ভজো মাটরি গোল্লাসহ চারা সংগ্রহ করলে তা একটু শুকয়িে নতিে হব।ে চারা বসাবার আগইে গাছরে অপ্রয়োজনীয় পুরোনো বা মরা ডাল পালা হালকা ভাবে ছঁেটে দতিে হব।ে এরপর চারাটি টবরে মাঝখানে সোজা করে বসয়িে টবরে ওপরে কছিু কম্পোষ্ট সার দয়িে গাছরে গোড়ারমাটি হালকা চাপ দয়িে বসয়িে দতিে হব।ে চারা এমনভাবে বসাতে হবে যাতে কুঁড়ি বরে হবার গটি/ র্পব টি মাটরি ওপরইে থাক।ে
সচেঃ টবে বসানোর পর অন্তত ২-৩ বার পানি সচে দতিে হব।ে চারা অবস্থায় গাছ যাতে প্রখর রোদ বা বৃষ্টরি ঝাপ্টা থকেে রক্ষা পায় সে দকিে খয়োল রাখতে হব।ে প্রথম অবস্থায় ৩/৪ ঘণ্টা এবং ধীরে ধীরে বাড়াতে বাড়াতে ৬-৭ ঘণ্টা রোদ পাওয়ার ব্যবস্থা করলে গোলাপরে ফলন ভালো হব।ে পানি সচেরে সময় লক্ষ্য রাখতে হবে যাতে গাছরে গোড়ায় পানি দাঁড়য়িে না থাক।ে কচি পাতা ও কুঁড়ি ছাড়ার সময় পানি বশেি প্রয়োজন হয়ে থাক।ে এ সময় সকাল সন্ধ্যা সচে দওেয়া উচতি। ঝাঁঝরি দয়িে ডালপালাসহ সমস্ত গাছটইি পানি দয়িে ভজিয়িে দতিে হব।ে
সার প্রয়োগঃ টব বসাবার ১ মাস পর থকেে ১৫-৩০ দনি অন্তর অন্তর সার দতিে হব।ে শীতরে ঠকি পরইে র্অথাৎ র্মাচরে শষেে বা এপ্রলিরে প্রথম দকিে টবরে উপররে ৮/১০ সমেি মাটরি স্তর তুলে দয়িে খালি জায়গায় পচা গোবর সার ও নতুন ফাঁপা মাটি দয়িে ভরে দতিে হব।ে এর পর খড় বা পাতা দয়িে ঢকেে গ্রীষ্মরে প্রখর রোদ থকেে গাছরে শকিড়কে রক্ষা করতে হব।ে শীতকালে গাছ ছাটার পর, প্রতি টবে ৩ মুঠা গুঁড়া গোবর সার ও ১ মুঠা স্টমিড হাড়রে গুঁড়া বা স্টরোমলি প্রয়োগ করতিে হইব।ে পরর্বতীতে পুরো শীতকালে ১ মাস পর পর ১ মুঠা করে স্টমিড্ বোন মলি বা স্টরোমলি প্রয়োগ করতে হব।ে
গোলাপ গাছে বশেি ফুল উৎপাদনরে জন্য পাতার সার ও ফলয়িার স্প্ররে জনপ্রয়ি। কয়কেটি রাসায়নকি সার মশিয়িে এই সার প্রস্তুত করতে হয়। শীতকালে সকাল ৮টার মধ্যে ফলয়িার স্প্রে করতে হয়। দুই প্রকাররে পাতা সার গাছে ব্যবহার করা হয়, ১টি গাছরে স্বাস্থ্য ও ফুল ভাল করার জন্য অপরটি ট্রসে এলমিন্টেরে জোগান দয়োর জন্য, যমেন- ইউরয়িা, ডাই-অ্যামোনয়িাম সালফটে ও ডাই-পটাশয়িাম ফসফটে প্রতটিি ১০ গ্রাম করে ১০ লটিার পানতিে গুলে স্প্রে দ্রবণ তরৈি করতে হব।ে ট্রসে এলমিন্টেরে জন্য ম্যাগনশেয়িাম সালফটে ২০ গ্রাম, ম্যাঙ্গানজি সালফটে ১৫ গ্রাম, ফরোস সালফটে ১০ গ্রাম, বোরাক্স ৫ গ্রাম হারে মশিয়িে প্রতি লটিার পানতিে উল্লখেতি মশ্রিণটরি ২ গ্রাম করে গুলয়িে স্প্রে করতে হব।ে দুইটি পাতা সাররে সাথইে কীটনাশক বা বালাইনাশক মশিয়িে স্প্রে করা যায় কন্তিু দুটি সার এক সাথে মশিয়িে স্প্রে করা যাবে না।
পাতার সার টবরে গোলাপরে জন্য অপরহর্িায এবং জমরি গোলাপরে জন্য উপকারী। পাতার দু’দকিইে ভালোভাবে স্প্রে করতে হব।ে রাসায়নকি তরল সাররে পরর্বিতে গোবর ও সরষিার খলৈ ৪/৫ দনি পানতিে পচয়িে তরল করে সপ্তাহে ২ দনি করে ব্যবহার করা যাব।ে গাছরে নতুন ডাল-পালা বাড়াতে ও ফুলরে আকার বড় করতে এ ধরনরে তরল সার গুরুত্বর্পূণ ভূমকিা পালন কর।ে তরল সাররে অভাবে ছোট মাছপঁচা পানি গাছরে গোড়ায় দওেয়া যাব।ে র্দুবল গাছে প্রতি লটিার পানতিে ২ গ্রাম করে ইউরয়িা মশিয়িে সকাল বকিাল পাতায় স্প্রে করলে গাছ তাজা থাক।ে
চুন-পানি প্রয়োগঃ প্রতি লটিার পানতিে ১ চামচ গুড়ো চুন পরস্কিার পানতিে ভালোভাবে গুলে পাতলা ন্যাকড়ায় ছঁেকে প্রতি ৩ মাস পর পর দতিে হয়। চুন-পানি দওেয়ার ১৫ দনিরে মধ্যে অন্য কোন সার না দয়িে শুধু পানি দতিে হব।ে
গাছ ছাঁটাইঃ মৃত ও রোগআক্রান্ত ডাল অপসারনরে জন্য, গাছরে উপযুক্ত আকৃতি প্রদানরে জন্য, প্রতটিি ডালে ফুল আসার জন্য এবং প্রয়োজনীয় রোদ্র পাওয়ার জন্য নয়িমতি গাছ ছাটাই করতে হয়। গোলাপ হলো প্রচুর শাখা বস্তিারকারী গুল্ম জাতীয় গাছ। গাছরে ফুল দওেয়া শষে হলইে গাছ ছঁেটে দতিে হব।ে নয়িমতি গাছ ছাঁটাই করলে বশেি ও বড় আকাররে ফুল পাওয়া যায়। র্বষার পর অক্টোবর-নভম্বের মাস ছাঁটাইয়রে জন্য উপযুক্ত সময়। সাধারণত ২০-২৫ সমেি (৮-১০ ইঞ্চ)ি বড় রখেে ডাল ছঁেটে দতিে হয়। ডাল এমনভাবে কাটতে হবে যাতে থঁেতলে বা ছঁিড়ে না যায়। এ জন্য ধারালো ছুরি ব্যবহার করতে হয়। সাদা, হলুদ, হালকা হলুদ ও দো-রঙা জাতরে গোলাপ গাছ খুব হালকা ছাঁট আর লাল জাতরে গোলাপ গাছে শক্ত ছাঁট দতিে হব।ে
গাছ ছাঁটাইয়রে পর ডাইব্যাক রোগরে আক্রমণ হতে পার।ে সুতরাং গাছ ছাঁটাইয়রে আগে ও পরে কীটনাশক ও ছত্রাক নাশক দুটোই প্রয়োগ করতে হব।ে
রোগ-পোকা দমনঃ শুঁয়ো পোকা বা অনষ্টিকারী অন্য যে কোন পোকা দখো মাত্র ধরে মরেে ফলেতে হব।ে লাল মাকড়সার আক্রমণ ও ডাইব্যাক রোগই বশে মারাত্মক। গোলাপ গাছরে নানা অংশ কালো হয়ে মরে যাওয়া। এ রোগটকিইে ডাইব্যাক বল।ে গাছরে রোগাক্রান্ত অংশটি কটেে ফলেে ডাইথনে এম-৪৫ ২ গ্রাম/ লটিার পানতিে মশিয়িে স্প্রে করতে হব।ে
চারা সংগ্রহঃ চারা সংগ্রহরে সময় সুস্থ ও ভালো চারা সংগ্রহ করা উচতি। চারা সংগ্রহরে সময় এর গোড়ার মাটরি গোল্লাটি অবকিল আছে কনিা তা ভালো করে দখেে নতিে হব।ে মাটরি গোল্লাসহ চারার গোড়ার শকিড় বরেয়িে থাকা অবস্থার চারা গাছ না নওেয়াই ভালো। অভজ্ঞি লোকরে পরার্মশ অনুযায়ী বশ্বিস্ত ও পরচিতি র্নাসারি থকেে চারা সংগ্রহ করা উত্তম।
Leave a Reply