কাগজ প্রতিবেদক॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের গভর্নিং বডির নব-নির্বাচিত সভাপতি মারিয়া আক্তার দিশাকে এক প্রাণঢালা সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল বুধবার (২২ মে) সকালে কলেজ মিলনায়তনে শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজিজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন এমপির সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষানুরাগী মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রী কলেজের নব-নির্বাচিত সভাপতি মারিয়া আক্তার দিশা।
এ সময় তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ণে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরো দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত হাজিরা নিশ্চিত করতে হবে। তবেই শিক্ষার উন্নয়ণ হতে পারে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি, কলেজ পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য কাঞ্চন কুমার হালদার, মিরপুর নতুন বাজার কমিটির সাধারণ সম্পাদক, কলেজ পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য মফিদুল শেখ,বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আরিফুর রহমান, মিরপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোর্তজা, সুলতানপুর মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল ওয়াহাব, কুরিপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম মোহাদ্দেস, মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম দুলাল, মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকন উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আসাদুজ্জামান মিঠু, সিদ্দিকুর রহমান, সান্টু বিশ্বাস, শিক্ষক প্রতিনিধি এনায়েত হোসেন, নাসির উদ্দিন, দিলরুবা খাতুন, সহকারী অধ্যাপক ফারুক হোসেন,শাহ আক্তার মামুন প্রমূখ। অনুষ্ঠানে অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি মারিয়া আক্তার দিশাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের ক্রীড়া শিক্ষক শরিফুল ইসলাম। এসময় কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্র,ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply