বশিরু আলম, আলমডাঙ্গা থেকে ॥ অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চেয়ারম্যান পদে একে এম মন্ঞ্জিলুর রহমান , ভাইস চেয়ারম্যান পদে মাসুম বিল্লাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিরা খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার রাত ৯টায় নির্বাচনী কন্ট্রোল রুম থেকে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্নিগ্ধা দাস বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করেন। অনুষ্ঠিত এ নির্বাচনে চেয়ারম্যান পদে একে এম মন্ঞ্জিলুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪০২৮০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিল্লুর রহমান ঘোড়া মার্কা প্রতীকে পেয়েছেন ২৬২৮৭ ভোট। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে মাসুম বিল্লাহ মাইক প্রতীকে পেয়েছেন ১৭,৩৩৫ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ হাসিব খান সৈকত তালা প্রতীকে পেয়েছেন ১৫৮৬০ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিরা খাতুন কলস প্রতীকে পেয়েছেন ২৭৭৬৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মারজাহান নিতু হাঁস প্রতীকে পেয়েছেন ২৪৭৩০ ভোট।
উল্লেখ্য, অনুষ্ঠিত এ নির্বাচনে সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। উপজেলার ১১৮ টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকালে ভোটাদের উপস্থিতি কম ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বৃদ্ধি পায়। উৎসব মুখর পরিবেশে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনকে নির্বিঘ্ন ও শান্তিপুর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল।
Leave a Reply