উপলক্ষ্য আন্তর্জাতিক কাবাডি। ঢাকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক কাবাডির প্রাক সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল (অব.) বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
এছাড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক-২ এসএম নেওয়াজ সোহাগ এবং কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান খানও উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা বিশেষ অতিথি হয়ে এসেছিলেন।
আজ সোমবার বিওএ অডিটোরিয়ামের সংবাদ সম্মেলনে শীর্ষ ক্রিকেট তারকা দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উপস্থিতি ও ভূমিকার সবটুকুই ঢাকায় অনুষ্ঠেয় কাবাডি টুর্নামেন্টকেন্দ্রিক। তারপরও টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপ দরজায় কড়া নাড়ছে। মাশরাফির মতো দেশবরেণ্য ক্রিকেট ব্যক্তিত্ব মিডিয়ার সামনে, ক্রিকেট নিয়ে কথা হবে না, তা কী হয়?
মাশরাফিকে পেয়েই উপস্থিত সাংবাদিকরা বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করতে থাকেন। বাংলাদেশ কতদূর যেতে পারে, আপনি কী ভাবছেন, দলের কাছে আপনার প্রত্যাশাইবা কী? এমন সব প্রশ্ন ছুটে গেলো সাবেক অধিনায়কের দিকে।
মাশরাফি নিজের প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘কত দূর যেতে পারবে, বলতে পারব না। তবে ভালো কিছু করুক এটাই আশা করছি। আমি নিশ্চিত আপনারাও সেটাই আশা করেন।’
প্রিয় জাতীয় দলের অনুজপ্রতিম ক্রিকেটারদের কাছ থেকে মাশরাফির প্রত্যাশা আকাশছোঁয়া না হলেও আর সবার মতো জাতীয় দলের এ সাবেকও চান টিম বাংলাদেশের সাফল্য। তাই তো মুখে এমন কথা, ‘আমি অবশ্যই চাইব বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক।’
তবে তার আগে বাস্তব অবস্থাটাও খুঁটিয়ে দেখার জোর তাগিদ নড়াইল এক্সপ্রেসের কণ্ঠে। টিম বাংলাদেশের ক্রিকেটারদের ফর্ম, ছন্দ, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যে সব মাঠে খেলা হবে, সেই সব মাঠের পরিবেশ- পারিপার্শ্বিকতা; সব কিছু বিচার বিশ্লেষণ করে তারপর প্রত্যাশা করা উচিত বলে মনে করেন মাশরাফি।
মাশরাফির কথা, ‘প্রত্যাশাটা হতে হবে বাস্তবভিত্তিক। ভাবতে হবে দল কেমন খেলছে ওখানে। উইকেট কেমন, কন্ডিশন কেমন। দল কেমন ছন্দে আছে, খেলোয়াড়রা কেমন ফর্মে আছে। প্রথম রাউন্ড পার করতে পারলে চূড়ান্ত গন্তব্য সম্পর্কে একটা ধারণা হবে।’
Leave a Reply