বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ হজ্জ ইসলামের অন্যতম রুকন ও ইসলামের পঞ্চম স্তম্ভ। এটি একটি ফরয ইবাদত। যা সামর্থ্যবান ব্যক্তিদের উপর ফরয। এর গুরুত্ব যেমন অপরিসীম তেমনি ফযীলতও সীমাহীন। পৃথিবীতে যত নেক আমল রয়েছে তন্মধ্যে হজ্জ শ্রেষ্ঠতম। রাসূল (সাঃ) অন্য সকল আমলের উপর হজ্জের মর্যাদাকে পূর্ব ও পশ্চিম দিগন্তের দূরত্বের সাথে তুলনা করেছেন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ্জ পালনকারীকে গুনাহমুক্ত নবজাতকের ন্যায় বলা হয়েছে। কবুল হজ্জের পুরস্কার জান্নাত। হজ্জের প্রতিটি কর্ম সম্পাদনের জন্য রয়েছে পৃথক ফযীলত ও মর্যাদা। এই ইবাদতের মাধ্যমে বিশ্ব মুসলিম একত্রিত হওয়ার সুযোগ লাভ করে।গতকাল ১৮ মে শনিবার কাবাব পথে হজ্জ কাফেলার আয়োজনে আলমডাঙ্গা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো, হজ্জ প্রশিক্ষণ ও দোয়ার অনুষ্ঠান। হাজী আবেদ আলীর সভাপতিত্বে, প্রধান আলোচক হিসেবে মাওলানা আলহাজ্ব মোহম্মদ আব্দুল কাদের সাহেব এবং হাজী আব্দুল ওহাব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক আলোচনা করেন, হাজী ডাঃ আজিজুল হক সোমা, প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বশিরুল আলম, মাওঃ সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মাওঃ মহিউদ্দিন, আলহাজ্ব মাওঃ লোকমান হোসেন, অধ্যক্ষ আব্দুস সহিদ, বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং হাজীদের স্বাস্থ্য সুরক্ষা সচেতনতায় আলোচনা করেন, সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাজী লিয়াকত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, হাজী কাবের আলী, হাজী আকছেদ আলী মাষ্টার,হাজী আঃ লতিফ, হাজী খোকন মাষ্টার, হাজী শহিদুল ইসলাম,হাজী শামসুল আলম,শাহ আলম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিলন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, জিনারুল ইসলাম সহ গমনেচ্ছুক ৬৯ হাজী সহ নতুন পুরাতন দুই শতাধিক সন্মানিত হাজী সাহেবগণ। প্রধান আলোচক মাওঃ আলহাজ্ব আব্দুল কাদের সাহেব হজ্জের বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনামুলক বিস্তারিত আলোচনা করেন এবং আগামী ৮ জুন ৬৯ জনের কাফেলা নিয়ে সৌদি এয়ারলাইনসে রওনা দিবেন। আলোচনা শেষে উপস্থিত সকলের সন্মানার্থে বিশেষ খাবার পরিবেশন করেন আয়োজকগণ।
Leave a Reply