কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর চেয়ে শিক্ষকের সংখ্যা বেশি। উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের হাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী তিনজন হলেও শিক্ষক রয়েছেন চারজন। প্রতিদিন এক-দুইজন শিক্ষার্থী উপস্থিত থাকে। দীর্ঘদিন ধরে এই স্কুলে শিক্ষকের তুলনায় কম শিক্ষার্থী নিয়েই পাঠদান চলছে।
জানা গেছে, ২০১৩-২০১৪ সালে ‘১৫০ বিদ্যালয়’ প্রকল্পের আওতায় ২০ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে এলজিইডি বিদ্যালয়টি বাস্তবায়ন করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৪ সাল থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। শুরুর দিকে অনেক শিক্ষার্থী থাকলেও বর্তমানে ঠিক উল্টো চিত্র। প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন ৪ জন শিক্ষক। অথচ প্রতিদিনই শিক্ষার্থী উপস্থিত থাকে এক-দুইজন।
গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সরজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা গেছে, শ্রেণিকক্ষগুলোর দরজায় তালা ঝুলছে। স্কুলে একজন শিক্ষক ও একজন শিক্ষার্থী। অপর তিনজন শিক্ষক ও দুইজন শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত। চারজন শিক্ষক উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন একজন। শিক্ষকদের অফিস রুমে বসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোখসানা খাতুন দ্বিতীয় শ্রেণির ছাত্র সোহানকে পড়াচ্ছেন।
শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী তিনজন আর শিক্ষক রয়েছেন চারজন। সোহান দ্বিতীয় শ্রেণিতে পড়ে, মজিদ চতুর্থ শ্রেণিতে এবং সলক প্রথম শ্রেণিতে পড়ে। স্কুলের চার শিক্ষক হলেন- রোকসানা খাতুন, সাদিয়া খাতুন, ফিরোজা খাতুন এবং শাহিদা খাতুন। তারা সবাই সহকারী শিক্ষক। তবে রোকসানা খাতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোখসানা খাতুন বলেন, আমি ২০১৮ সালে এই স্কুলে যোগদান করি। তখন ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী ছিল। আস্তে আস্তে শিক্ষার্থীর সংখ্যা কমতেই আছে। এখন তিনজন ছাত্র আছে। আমিসহ মোট চারজন শিক্ষক এই স্কুলে দায়িত্ব পালন করছি। আজকে একজন ছাত্র উপস্থিত, দুইজন অনুপস্থিত। তিন শিক্ষক ছুটিতে আছেন। যোগাযোগ ব্যবস্থার সমস্যা ও আবাসন প্রকল্পের ঘরে বসবাসকারীরা আবাসন ছেড়ে চলে যাওয়ার কারণে শিক্ষার্থী কমে গেছে বলে দাবি করেন তিনি।
দ্বিতীয় শ্রেণির ছাত্র সোহান বলে, আগে আমার বন্ধু ছিল। এখন নেই। দ্বিতীয় শ্রেণিতে আমি একা পড়ি। আগে বন্ধুদের সঙ্গে পড়তে ভালো লাগতো। কিন্তু এখন একা একা ভালো লাগে না।
স্থানীয়রা বলেন, আবাসন প্রকল্পের ঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। যাতায়াতের ব্যবস্থা ভালো না। এজন্য আবাসনের ঘর ফেলে চলে গেছে অনেকেই। এ কারণে স্কুলের শিক্ষার্থীরাও পরিবারের সঙ্গে চলে যায়। স্কুলে এখন তিনজন ছাত্র আর চারজন শিক্ষক। শিক্ষকরা নিয়মিত স্কুলে আসে না।
Leave a Reply