এনএনবি : আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাজীপুরে কালীগঞ্জ উপজেলায় বালু-মাটি ফেলে কৃষি জমি ভরাট করার দায়ে তিনজনকে ছয় মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার নাগরী ইউনিয়নের গলান এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলুর নেতৃত্বে চলা অভিযান থেকে এ দ-াদেশ আসে।
দ-িতরা হলেন- কালীগঞ্জের পাড়াবর্তা এলাকার সিরাজুলের ছেলে রমজান মিয়া (৩০), নওগাঁর অর্জুনপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে সেলিম রেজা (৩০) ও পটুয়াখালীর চাঁনপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে রাশেদুজ্জামান (৫৫)।
ইউএনও ইমাম রাজী টুলু বলেন, ২০১৯ সালের ২৭ জানুয়ারি উচ্চ আদালতের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের শুনানি করেন। শুনানিতে বলা হয়, কালীগঞ্জের বিভিন্ন এলাকায় খাল-বিল, নদী-পুকুর, কৃষি জমি-জলাশয় ভরাট এবং অবৈধ দখলের উপর স্থিতাবস্থা জারি করা হলো।
আদালতের ওই নির্দেশ অমান্য করেই বিভিন্ন হাউজিং কোম্পানি কালীগঞ্জের বিভিন্ন এলাকায় কৃষি জমি ও জলাশয় ভরাট কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তিনি বলেন, “খবর পেয়ে গলান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাটি ও বালু ফেলে কৃষি জমি ভরাট কার্যক্রম করার দায়ে ‘সিআইভিআইসি’ নামের একটি হাউজিং কোম্পানির তিনজনকে আটক করা হয়।”
“পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দ-বিধির ১৮৮ ধারা অনুযায়ী তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।”
স্থানীয়রা জানান, গলান মৌজায় প্রায় ৩০-৪০ বিঘা কৃষি জমি ভরাট প্রকল্প বাস্তবায়নে কাজ করছিল সিআইভিআইসি; প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রায় ৫-৭ বিঘা জমিতে বালু ভরাট কার্যক্রম সম্পন্ন করে ফেলেছে।
ঘটনাস্থল থেকে ভরাট কাজে ব্যবহৃত ছয়টি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন ইউএনও।
Leave a Reply