কাগজ প্রতিবেদক ॥ জমে উঠেছে মিরপুর উপজেলা নির্বাচন। চেয়ারম্যান, ভাইচ চেয়ারম্যান ও মহিলা ভাইচ চেয়ারম্যান প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাটে, বাজারে, দোকানে, আবাসিক বাড়ীতে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছে।
গতকাল উপজেলার চিথলিয়াসহ কয়েকটি ইউনিয়নে গণসংযোগ শেষে বিকেলে বারুইপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড মির্জানগর বাজারে গভীর রাত পর্যন্ত গণসংযোগ ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বপালন থেকে আমি মানুষের জন্য কাজ করেছি। মিরপুর উপজেলা এখনও অনেক উন্নয়ন থেকে পিছিয়ে আছে। তিনি বলেন, প্রতিপক্ষ মনে করছেন তিনি দলীয় প্রভাব খাটিয়ে ভোট জোর করে নেবেন। জোর করে মানুষের কাছ থেকে ভোট নেয়া যায় না। মানুষের ভোট নিতে হলে এলাকার উন্নয়ন করতে হয়, কাজ করতে হয়। উপজেলার বারুইপাড়া, বহলবাড়িয়া, তালবাড়িয়াসহ কয়েকটি ইউনিয়ন নদী ভাঙ্গন কবলিত এলাকা। এখানে স্থায়ী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে। এ সময় তিনি বলেন, প্রশাসনের সঠিক তদারকিতে নিরপেক্ষ ভোট হলে আমার বিজয় সু-নিশ্চিত। এ সময় মিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান বাহাদুর, ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান, এলাকার মুক্তিযোদ্ধা, কৃষক, দোকানদার, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply