কুমারখালীপ্রতিনিধি ॥ কুষ্টিয়ারকুমারখালীতেপ্রায় দশ হাজারেরঅধিকসংখ্যককর্মী- সমর্থকনিয়ে শোডাউন ও পথসভাকরলেনউপজেলা চেয়ারম্যানপ্রার্থীআওয়ামীলীগ নেতাআব্দুলমান্নানখান। গতকালবিকাল ৫ টায়উপজেলাপরিষদ মাঠ থেকে এই শোডাউনশুরু হয়ে পৌরশহর প্রদক্ষিণকরে। শোডাউন শেষে রেলস্টেশন সংলগ্নজাতিরপিতা বঙ্গবন্ধু শেখমুজিবুররহমানেরম্যুরালেরসামনেপথসভাঅনুষ্ঠিতহয়। এতে আওয়ামীলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যানপ্রার্থীআব্দুলমান্নানখানকর্মীসমর্থকদেরউদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময়মান্নানখানবলেন, তাঁর দীর্ঘ রাজনৈতিকজীবনেকুমারখালীতেএমনবিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশ নেওয়াএবং শোডাউনের দৃশ্য তিনি দেখেননাই। তিনিআওয়ামীলীগসহসহযোগীসংগঠনের নেতা-কর্মী, নির্বাচনীকর্মী ও সাধারণমানুষেরপ্রতি কৃতজ্ঞতাপ্রকাশকরেনবলেন, নির্বাচনেরবাঁকিদিনগুলো ভোটারদের বাড়িবাড়িগিয়ে ভোট প্রার্থনাকরার ও আনারসপ্রতীকে ভোটদিয়েবিজয়নিশ্চিতকরারআহবানজানান। মান্নানখানআরোবলেন, আনারসপ্রতীকেরবিজয়হবেসকল নেতা – কর্মী ও সমর্থকদেরবিজয়। নির্বাচনপরিচালনাকমিটিরআহবায়ক ও কুষ্টিয়া জেলাপরিষদের সাবেকপ্রশাসকবীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেনজাফরেরসভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলাআওয়ামীলীগেরসাবেকসাধারণসম্পাদক ও সংসদ সদস্যেরপ্রতিনিধি শেখআলতাফমাহমুদ, পৌরআওয়ামীলীগেরসভাপতিআব্দুর রাজ্জাক খান, চাপড়াইউনিয়নপরিষদের সাবেক চেয়ারম্যানমনিরহাসানরিন্টোপ্রমুখ। উপজেলার পৌরএলাকাসহ ১১ টিইউনিয়নেরহাজারহাজার নেতাকর্মীএকাধিকব্যান্ডদলসহ শোডাউনে অংশ নেন। শোডাউনে অংশ নেওয়াকর্মীসমর্থকরামান্নানখানের ভোট প্রার্থনায়আনারসপ্রতীকের স্লোগানসহশহর প্রদক্ষিণকরে।
Leave a Reply