ভেড়ামারা প্রতিনিধি ॥ দেশব্যাপী উৎসবের আমেজে চলছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০। এর আওতায় দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে এবার মিলিয়নিয়ার হয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার এজের আলীর ছেলে কৃষক এনামুল হক। এর আগে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে মিলিয়নিয়ার হয়েছেন আরও ৩০ জন ক্রেতা। ওয়ালটনের ১লাখ টাকায় ভাগ্য বদলের মিছিলে এবার যোগ দিলেন এনামুল হক।
উল্লেখ্য, ঈদ উৎসবকে সামনে রেখে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এ ক্রেতাদের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন। ‘সেরা পণ্যে সেরা অফার’ শ্লোগানে এ সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। সিজন-২০ চলাকালীন দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্লার্টফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গতকাল বুধবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোডাউন মোড়ে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘সানরাইজ এন্টারপ্রাইজ’-এ আয়োজিত এক অনুষ্ঠানে এনামুল হকের হাতে ১ লাখ টাকা পণ্য তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্ট্রিজ এর এসআর এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ব্র্যান্ড এম্বাসেডর আমিন খান।সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মস্তফা কামাল, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীমুল হক সানা, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আমজাদ হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানরাইজ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আব্দুল খালেক। এসময় ওয়ালটনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে কৃষক এনামুল হক ভেড়ামারার ‘সানরাইজ এন্টারপ্রাইজ’ থেকে ২৯ হাজার টাকা মূল্যের একটি ফ্রিজ কেনেন। ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নাম্বার এবং ক্রয়কৃত ফ্রিজের মডেল নাম্বার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। ফ্রিজ নিয়ে বাড়ি যাওয়ার আগেই তার মোবাইলে ওয়ালটনের কাছ থেকে একটি ম্যাসেজ যায়। জানতে পারেন, ওয়ালটন ফ্রিজ কিনে ১ লাখ টাকা পেয়েছেন তিনি।তিনি বলেন, আমি সত্যিই খুব খুশি এই পুরষ্কার পেয়ে। ওয়ালটন আমাদের দেশের তৈরী পন্য। আমাদের সকলের উচিত এটা কেনা।
অনুষ্ঠানে সবাইকে দেশি পণ্য কেনা ও ব্যবহারের আহ্বান জানিয়ে চিত্রনায়ক আমিন খান বলেন, আমরা দেশের পণ্য কিনলে দেশের টাকা দেশেই থাকবে। বিদেশি পণ্য কিনলে দেশের টাকা বিদেশে চলে যায়। দেশ বঞ্চিত হয় উন্নয়ন থেকে। তাই, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং দেশে কর্মসংস্থান বৃদ্ধিতে দেশীয় পণ্য কেনার বিকল্প নেই।
Leave a Reply