বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ এক টানা ৯ দিনের অতি তীব্র তাপদাহ, সাথে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে আলমডাঙ্গা সহ এ অঞ্চলের জনজীবন। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানাহ চেয়ে আলমডাঙ্গা উপজেলা শহরের দারুসসালাম ঈদগাহ ময়দানে গতকাল বুধবার সকাল ১০টায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন আলমডাঙ্গাবাসি। আলমডাঙ্গা উপজেলার সাধারণ মুসুল্লিদের উদ্যোগে এ নামাজে সব শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন। নামাজ শেষে তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন, আলমডাঙ্গা কাচারি জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের। অনুষ্ঠানটি পরিচালনা ও তত্বাবধান করেন, মাওঃ নুর মোহাম্মদ টিপু।
Leave a Reply