ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগন তাদের মনোনয়ন অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করেছেন। মনোনয়নের শেষ দিন গতকাল রবিবার ২১ এপ্রিল বিকাল ৪ টা পর্যন্ত চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন জমা দিয়েছেন। নিজ নিজ প্রার্থীরা তাদের আবেদন অনলাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করলেও নির্বাচন অফিস ও উপজেলা চত্বরে ঘীরে ছিল তাদের কর্মী-সমর্থক বেশ সরগরম। সেই সাথে লক্ষ্য করা গেছে এক নির্বাচনী উৎসবের আমেজ। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু জানান, মনোনয়নের ধেষ দিনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান হাজী আখতারুজ্জামান মিঠু, সদ্য পদত্যাগকৃত জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল। এবং ভাইস চেয়ারম্যান পদে, আ,খ,ম গোলাম ফারুক, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী রাজিবুর রহমান রাজু, বর্তমান ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, তৌহিদুল ইসলাম, আরিফুজ্জামান লিপ্টন, মিনারুল ইসলাম ও মোহাম্মদ নুর আলম। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইন্দোনেশিয়া, উপজেলা আওয়ামী মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ নার্গিস আক্তার। বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২য় ধাপে আগামী ২১ মে এই উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply