বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রলীগনেতা ও বিশিষ্ট ব্যাবসায়ি কে এম মঞ্জিলুর রহমানের মনোনয়ন পত্র জমা আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পার্থী সাবেক ছাত্রলীগনেতা ও বিশিষ্ট ব্যবসায়ি কে এম মঞ্জিলুর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শনিবার বেলা ১২ টার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের অফিস থেকে নেতাকর্মিদের সাথে নিয়ে উপজেলা সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের কাছে মনোনয় পত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান। এ সময় প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা,সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার,সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সিরাজুল ইসলাম,এ্যাডঃ মখলেছ,ইউপি চেয়ারম্যান শেখ আসাদুল হক মিকা প্রমুখ।মনোনয়ন জমা শেষে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নিচে এসে নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী, উপস্থিত দলীয় নেতাকর্মি ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগন ও গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে আমি ইউএনও মহোদয়ের নিকট মনোনয়ন জমা দিলাম। এই মর্মে আমি বলতে চাই জননেন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তার হাতে হাত মিলিয়ে চলার লক্ষে আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমার হাতকে শক্তিশালী করবেন, আমি এই উপজেলাকে একটি ডিজিটাল ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব।এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোজাহেদুর রহমান জোয়ার্দার লোটাস,আশিকুর রহমান, এজাজ ইমতিয়াজ বিপুল,পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহামন পিন্টু,ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম, প্রমুখ।
Leave a Reply