বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গায় কালিদাসপুরে জিকে ক্যানেল সংলগ্ন নিজস্ব জমিতে ‘নীলা-শুকতারা ফাউন্ডেশন হাসপাতাল’ নির্মাণ-এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে। গত ১৪ই এপ্রিল ২০২৪ তারিখে উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ঠ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা এবং আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।
অতিথিরা তাদের বক্তব্যে ‘নীলা-শুকতারা ফাউন্ডেশন হাসপাতাল’ নির্মাণের উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়ে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য ’নীলা-শুকতারা ফাউন্ডেশন হাসপাতালটি আলমডাঙ্গার মিয়াপাড়ার শেখ পরিবারের অন্যতম সদস্য আমেরিকা প্রবাসী ড. শেখ আব্দুল কাদির এর ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠতে যাচ্ছে।
Leave a Reply