কাগজ প্রতিবেদক ॥ দীর্ঘ এক মাস সিয়াম সাধন শেষে বিপুল উৎসাহ উদ্দীপনা আর ভাবগাম্ভিয্যের মধ্যদিয়ে কুষ্টিয়ার ৬টি উপজেলা ৫টি পৌরসভার প্রায় ১৫০টি ঈদগাহে পবিত্র ঈদুল ফেতরের প্রথম নামাজ অনুষ্টিত হয়েছে।
সকাল ৮টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রথম নামাজ অনুষ্টিত হয়। এতে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির মানুষ নামাজে অংশগ্রহন করেন। প্রতিটি ঈদগাহকে রঙ্গিন কাপড় দিয়ে বিশাল তোরণসহ নানা রকম সাজ্জ সজ্জায় সজ্জিত করা হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নামাজের পর একে অপরের সাথে কোলাকুলি করে মুসুল্লীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
Leave a Reply