ওলি ইসলাম ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়া ভেড়ামারার প্রাগপুর- ভেড়ামারা সড়কের মধ্যবাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনয় নিহতের নাম অভিজিৎ দেবনাথ (১৮)।অভিজিৎ ভেড়ামারা উপজেলার কোদালিয়া পাড়ার উজ্জ্বল দেবনাথের ছেলে। গতকাল বুধবার ৩রা এপ্রিল বুধবার বেলা ১.৪০ মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিজিৎ ভেড়ামারা থেকে সাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। একই দিক থেকে আসা দৌলতপুরগামী একটি ট্রাক পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে সেখানে তার মৃত্যু হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, লাশ পোস্টমর্টেমের জন্যে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক আমরা থানা হেফাজতে নিয়েছি। ড্রাইভার পালাতক। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply