এনএনবি : দেশের ৪৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৮৩১ কোটি টাকা আয়কর বকেয়া রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর কাছে এই পরিমাণ অর্থ পাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি বকেয়া কর আদায়ে গত সপ্তাহে ২৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব জব্দ করেছে। জব্দের পর ১০টি বিশ্ববিদ্যালয় প্রায় ৩৩ কোটি টাকা পরিশোধ করেছে।
এনবিআর সূত্র জানায়, গত ৪ মার্চ নর্থ সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকসহ ৪৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বকেয়া আয়কর পরিশোধ করতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে চিঠি দেয় এনবিআরের ঢাকা কর অঞ্চল-১১। বকেয়া পরিশোধে কোনো সাড়া না দেওয়ায় গত সপ্তাহে ২৮টি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়। তবে গত সোমবার পর্যন্ত ১০টি বিশ্ববিদ্যালয় বকেয়া আয়করের সম্পূর্ণ বা আংশিক পরিশোধ করায় সেগুলোর ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়েছে।
জানা গেছে, আয়কর বাবদ নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বকেয়ার পরিমাণ ১৮০ কোটি ৫১ লাখ টাকা। এ ছাড়া সাউথইস্টের ৪৫ কোটি, এশিয়া প্যাসিফিকের ২৮ কোটি, ড্যাফোডিলের ২৩ কোটি, ইউনাইটেড ইন্টারন্যাশনালের ১৭ কোটি এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ১৫ কোটি টাকার কর বকেয়া রয়েছে।
এনবিআরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা কর অঞ্চল ১১ -এর অধীনে ৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে ৪৪টি বিশ্ববিদ্যালয়ের কাছে আয়কর বাবদ মোট বকেয়া ছিল ৮৩১ কোটি ১০ লাখ টাকা। সোমবার পর্যন্ত ১০টি বিশ্ববিদ্যালয় ৩২ কোটি ৮৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।
এনবিআরের ২০০৭ ও ২০১০ সালের দুটি পৃথক প্রজ্ঞাপনে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা শুধু তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের আয়ের ওপর প্রদেয় আয়কর ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। এরপর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৪৬টি রিট করা হয়। গত ২৭ ফেব্রুয়ারি আপিল বিভাগ আদেশ দেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের আয়ের ওপর ১৫ শতাংশ কর দিতে হবে।
এদিকে ঈদের আগে বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাংক হিসাব স্থগিত করার মতো চূড়ান্ত পদক্ষেপ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের সংগঠনের পক্ষে এর চেয়ারম্যান শেখ কবির হোসেন গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর দেওয়াসংক্রান্ত রিট আপিলের নিষ্পত্তির ব্যাপারে আদালত কর্তৃক রায় দেওয়া হয়েছে। ‘আপিল বিভাগের পর্যবেক্ষণের বিশদ বিবরণ আদেশের পূর্ণাঙ্গ পাঠ’ এখনো প্রকাশিত হয়নি।
Leave a Reply