দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। উপজেলার আড়িয়া ইউনিয়নের পারশিতলাই গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটেছে। ধর্ষিতা আড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও ধর্ষিতা পরিবার সূত্রে জানাযায়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে পারশিতলাই গ্রামের দুলাল মন্ডলের লম্পট ছেলে সুভান (২৫) প্রতিবেশী সিরাজুল ইসলামের বাড়িতে প্রবেশ করে। বাড়ির লোকজন না থাকার সুযোগে সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে (১১) জোরপূর্বক ধর্ষণ করে সুভান। ধর্ষিতার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসলে ধর্ষক সুভান পালিয়ে যায়। ঘটনাটি দৌলতপুর থানা পুলিশকে জানানো হলে ওই রাতেই ধর্ষক সুভান কে গ্রেফতার করে। ধর্ষণের অভিযোগ এনে দৌলতপুর থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত সুভানকে গতকাল রবিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
ধর্ষণের বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply