1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 11:46 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

আলমডাঙ্গার হারদী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান নুরুল ইসলামের উপজেলা পরিষদ  নির্বাচনের প্রস্তুুতি

  • প্রকাশিত সময় Sunday, March 31, 2024
  • 167 বার পড়া হয়েছে

মীর ফাহিম ফয়সাল, আলমডাঙ্গা থেকে ॥  আলমডাঙ্গার হারদী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান নুরুল ইসলামের চিন্তা চেতনা এখন উপজেলাবাসীর উন্নয়ন ও সেবা করা। সেই লক্ষেই আওয়ামীলীগ পরিবারের এই নেতা ও বিশিষ্ট  শিক্ষানুরাগী নুরুল ইসলাম আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারমম্যান পদে নির্বাচন করবেন। অসংখ্য ভক্ত সমর্থকদের দাবীর প্রেক্ষিতে  তিনি ভোটের মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করছেন।

 

নুরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান । তাঁর পিতা মরহুম গোলাম রসুল বিশ্বাস হারদী ইউনিয়নে আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালিন সভাপতি ছিলেন। তিনিসহ পরিবারের সবাই বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত। দলের জন্য তাঁদের পরিবারের অনেক ত্যাগ রয়েছে। ৭৫ এর পনেরই আগষ্ট বঙ্গবন্ধু সপরিবারের হত্যার পর, সারা দেশের আওয়ামীলীগের নেতাকর্মিদের উপর নেমে আসা নির্যাতন নিপীড়ন থেকে তাঁরা ও রক্ষা পাননি । তবুও তাকে পিছিয়ে  দেওয়া যায়নি। তাঁর স্বজনরা যেমন বিভিন্ন সময়ে ইউনিয়নে আওয়ামীলীগের দ্বায়িত্ব পালন করেছেন, তেমনি তিনিও আলমডাঙ্গা উপজেলা থেকে জেলা আওয়ামীলীগের  রাজনীতিতে নিবেদিত প্রাণ একজন মানুষ হিসেবেই কাজ করছেন।  ১৯৯৪ সালে চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পেয়ে তিনি কাজ শুরু করেন। কৃষকলীগকে সুসংগঠিত করার জন্য তিনি জেলাব্যাপি ছুটে বেড়িয়েছেন।

একজন সাংগঠনিক মানুষ হিসেবে তাকে পরবর্ত্তীতে জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হিসেবে দ্বায়িত্ব দেওয়া হয়।  বর্তমানে তিনি জেলার আওয়ামী রাজনীতির অভিভাবক জেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান নেতা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির আস্তাভাজন একজন মানুষ। নুরুল ইসলাম শুধু রাজনীতিই নয় সমাজসেবা মূলক কাজের সাথেও জড়িয়ে রয়েছেন বহু বছর ধরে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এ উপজেলায় কারো নাম আলোচনায় আসলে সবার আগে উঠে আসবে নুরুল ইসলামের নাম। হারদীতে যে বিশাল শিক্ষা কার্যক্রম চলছে, সেই অবদান কিন্ত এককভাবে নুরুল ইসলামেরই প্রাপ্য। ১৯৮৮ সালে নিপ্পন জোহা এডুকেশন নামের একটি প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেন।

দানবীর মীর সামসুজ্জোহার কল্যাণে এ প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে হারদীকে শিক্ষাপল্লি হিসেবে গড়ে তুলেছেন তিনি। ১৯৬৫ সালে হারদী মীর সামসুদ্দীন আহম্মেদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হলেও ১৯৮৮ সালে এই প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হওয়ার পর নুরুল ইসলামের অল্প দিনের প্রচেষ্টায় এই বিদ্যালয় জুনিয়র পর্যায় থেকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়। ১৯৯৩ সালে এমএসজোহা মহাবিদ্যালয় নামের একটি কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি  অবহেলিত এলাকার ছেলে-মেয়েদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে শিক্ষাকার্যক্রম শুরু করেন।

হারদী এমএস জোহা কলেজ এখন এই অঞ্চলের একটি প্রসিদ্ধ কলেজে রুপান্তরিত হয়েছে। বাইরে গিয়ে কারিগরী শিক্ষা  অর্জন করা যাদের জন্য দুরুহ তাদের কথা বিবেচনা করে  হারদীতে একটি পলিটেকনিক ইন্সটিটিউট,একটি কৃষি কলেজ প্রতিষ্ঠা করেছেন । প্রতিষ্ঠা করেছেন নিপ্পন জোহা টেকনিক্যাল স্কুল (এসএসসি,ভোক), নার্সিং ডিসপ্লের জন্য এমএস হুদা মেডিকেল টেকনোলজী, মেয়েদের জন্য নার্গিস ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ও প্রতিষ্ঠা করেছেন তিনি। এসব প্রতিষ্ঠানে যেমন এলাকার শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, তেমনি এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ছেলে মেয়ে শিক্ষা অর্জন করে আজ বিভিন্ন স্থানে চাকরী করছেন। ইউনিয়নের মানুষকে তিনি যেমন ভালো বেসেছেন, হারদী ইউনিয়নবাসীও তার প্রতিদান দিয়েছেন। পর পর দুইবার তাঁকে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেছেন তারা । চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি হারদী বাজার ও ওসমানপুর বাজারকে আধুনিকায়ন করেন। ইউনিয়নের এমন কোন রাস্তা নেই যেখানে তার উন্নয়নের ছোঁয়া লাগেনি। মসজিদ-মাদ্রাসা , মক্তব,গোরস্তানসহ নানা উন্নয়ন মূলক কাজ তিনি করেছেন। তাঁর এই উন্নয়নের কথা তাঁর বিরোধীদের স্বীকার করতে হবে। নুরুল ইসলাম একটি ইউনিয়নের মানুষ হলেও তাঁর অগনিত ভক্ত সমর্থক রয়েছে গোটা উপজেলা জুড়ে। যাদের কাছে তিনি সব সময়ই একজন মহানুভব ব্যক্তি। অজস্র মানুষের ভালোবাসায় সিক্ত এই মানুষটির লক্ষ্য এবার উপজেলার উন্নয়ন। সে লক্ষেই তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। নুরুল ইসলাম জানান, তিনি হারদী ইউনিয়নে যে উন্নয়ন করেছেন তা উপজেলা ব্যাপি ছড়িয়ে দিতে চান। যদি মানুষ তাকে সে সুযোগ দেন, তাহলে জেলার অভিভাবক বর্তমান সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নেতৃত্বে এই উপজেলাকে একটি আধুনিক স্মার্ট আলমডাঙ্গা গড়ে তুলতে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640