কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় র্যাবের হাতে ৫০ পিচ ইয়াবাসহ যুবককে আটক করা হয়েছে। শনিবার রাতে কুমারখালীর থানার চড়াইকোল গ্রামে এক অভিযান চালিয়ে সোহাগ মোল্লা (৩৭) নামে যুবককে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পায়, চড়াইকোল এলাকায় বেশ কিছু ইয়াবাস এক যুবক অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা ওই এলাকায় অভিযানে যায়। অভিযানে কুমারখালীর চড়াইকোল গ্রামের কাশেম মোল্লার ছেলে আসামী সোহাগ মোল্লাকে ৫০ পিচ ইয়াবাসহ আটক করে নিয়ে আসে। এ ব্যাপারে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply