কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে স্বামী,শ^শুর ও শাশুড়ির নাম উল্লেখ করে কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে ঐ গৃহবধূ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ২৮ মার্চ (বৃহস্পতিবার) উপজেলার চাঁদপুর ইউনিয়নের জুঙ্গুলি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে,বছর খানেক আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জুঙ্গুলি গ্রামের অমূল্য ফকিরের ছেলে আশিকের (২৪) সাথে সদর উপজেলার হরিনারায়নপুর ইউনিয়নের পূর্ব আবদালপুর গ্রামের নুরুল ইসলামের ছোট মেয়ে মৌসি আক্তার সুমাইয়ার(২০) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সুমাইয়াকে তার স্বামী ও শ^শুর বাড়ির লোকজন শারীরিক ও মানসিক অত্যাচার করতো। মেয়ের সুখের কথা চিন্তা করে সুমাইয়ার বাবা জামাইকে ইতিমধ্যে ২ লাখ টাকাও দেন। এরপরেও আরো ৮ লাখ টাকা যৌতুক দাবি করে সুমাইয়ার শশুর বাড়ির লোকজন। এবার তা দিতে অস্বীকৃতি জানালে ২৮ মার্চ সাহ্রীর পর ভোর ৪টার দিকে স্বামী আশিক সুমাইয়াকে মারধর করে। এ সময় শ^শুর ও শাশুড়ি এসেও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। সুমাইয়ার চিৎকার চেঁচামিতে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে তার বাবার বাড়িতে খবর দেই। পরে মা ও ভাই এসে সুমাইয়াকে নিয়ে হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী মৌসি আক্তার সুমাইয়া জানান,যৌতুকের দাবিতে আমাকে দীর্ঘদিন ধরে তারা নির্যাতন করছে। আমি সেখানে ফিরে গেলে আমাকে তারা মেরে ফেলবে। আমি তাদের বিচার চাই। এ বিষয়ে জানতে স্বামী আশিকের মুঠোফোনে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন,এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply