ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান এর নিজ বাসভবনে গতকাল জুম্মার নামাজের পর আয়োজিত তথাকথিত শালিশে ভুক্তভোগী দুই ব্যক্তিকে কিল ঘুষি ও লাথি মেরে শারীরিক নির্যাতন করে। এবং ভুক্তভোগী আব্দুল জব্বার এর নিকট থেকে জোরপূর্বক ব্যাংক চেক নিজ অধিকারের নিয়ে জোরপূর্বক তাতে স্বাক্ষর নেয়ার অভিযোগ এর বিষয়ে ভেড?ামারা প্রেসক্লাবে গতকাল শুক্রবার সন্ধ্যার পরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যেখানে চেয়ারম্যান ১১ লক্ষ টাকা জরিমানা ধার্য করে রায় দেন। সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীরা আইনগত প্রতিকার এবং দোষীদের শাস্তি দাবি করেছেন। এ ব্যাপারে সংক্ষিপ্ত ইউপি চেয়ারম্যানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। ঘটনার বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply