আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গায় বাবার মৃত্যুর দুই ঘন্টা পরে মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার খাসকররা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বাবা-মেয়ের মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ খাসকররা গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বিশ্বাস শারীরিকভাবে অসুস্থতাজনিত রোগে ভুগছিলেন। মুহুর্ষ অবস্থায় বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন।
অসুস্থতার খবর শুনে বুধবার রাত ৮ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কালু পোল গ্রাম থেকে মোটরসাইকেল যোগে বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের মেয়ে জাহানারা খাতুন তাকে দেখতে যান। পথে চলন্ত মোটরসাইকেল থেকে সে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর রাত ৯ টার দিকে তার পিতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মারা যান।
জাহানারা খাতুন তার পিতার মৃত্যুর খবরে গুরুতর অসুস্থ হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাত ১১ টার দিকে রাজশাহী যাবার পথে কুষ্টিয়ার হালসা নামক এলাকায় পৌছালে জাহানারা খাতুনের মৃত্যু হয়। বাবা-মেয়ের মৃত্যুর খবরে খাসকররা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। খাসকররা দক্ষিণপাড়া গোরস্থানে বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের দাফন সম্পন্ন হলেও মেয়ের দাফন হয়েছে তার স্বামীর এলাকা কালুপোল গ্রামে।
Leave a Reply