1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 7:07 pm

বিনা পাটশাক-১ জাতের আবাদে লাভবান কৃষক

  • প্রকাশিত সময় Wednesday, March 27, 2024
  • 70 বার পড়া হয়েছে

কৃষি প্রতিবেদক ।।  কৃষি প্রতিবেদক ।। বিনাপাটশাক-১ এর জমি ও মাটি- বেলে দো-আঁশ, এটেল দো-আঁশ হলে ভালো ফলন হয়। জমি তৈরি করতে হবে তিন থেকে চারটি চাষ দিয়ে। মাটি ঝুরঝুরা করে নিতে হবে এবং জমিতে আগাছা থাকলে তা তুলে ফেলতে হবে। বপণের সময় সবচেয়ে ভালো হচ্ছে মার্চের ৩য় সপ্তাহ হতে আগস্টের ৩য় সপ্তাহ পর্যন্ত। বৃষ্টির সময় না বপন করাই উত্তম। সারি করে বপন করলে প্রতি হেক্টরে ১৪ কেজি ও ছিটিয়ে বপন করলে ১৫ কেজি বীজ লাগবে বিনাপাটশাক-১ জাতটি খাটো। এ জাতটি থেকে কোনো প্রকার আঁশ পাওয়া যাবে না। অন্যান্য জাতের চেয়ে পাতার সংখ্যা ও আয়তন বেশি। পাতা দেখতে গাঢ় সবুজ ও সতেজ; ফলে বাজারে চাহিদা বেশি। শাক-পাতার ফলন হেক্টরে প্রায় সাড়ে তিন টন। শাক-পাতায় প্রচুর ভিটামিন-এ আছে। এ জাতটি বপন করার ৩০ দিনের মধ্যে পাটশাক তোলা যায়।বিনাপাটশাক-১ এর জমি ও মাটি- বেলে দো-আঁশ, এটেল দো-আঁশ হলে ভালো ফলন হয়। জমি তৈরি করতে হবে তিন থেকে চারটি চাষ দিয়ে। মাটি ঝুরঝুরা করে নিতে হবে এবং জমিতে আগাছা থাকলে তা তুলে ফেলতে হবে।

বপণের সময় সবচেয়ে ভালো হচ্ছে মার্চের ৩য় সপ্তাহ হতে আগস্টের ৩য় সপ্তাহ পর্যন্ত। বৃষ্টির সময় না বপন করাই উত্তম। সারি করে বপন করলে প্রতি হেক্টরে ১৪ কেজি ও ছিটিয়ে বপন করলে ১৫ কেজি বীজ লাগবে। প্রতি ১০ কেজি বীজে ২৫ গ্রাম ভিটাভ্যাক্স-২০০ বা ব্যাভিস্টিন ব্যবহার করা যেতে পারে। বীজ শোধনের জন্য মাত্রানুযায়ী ছত্রাকনাশক মিশিয়ে একটি বদ্ধ পাত্রে ৪৮ ঘণ্টা রাখা আবশ্যক।

সার ও প্রয়োগ পদ্ধতি হচ্ছে প্রতি হেক্টরে ইউরিয়া- ৩০-৫০ কেজি, টিএসপি: ২৫-৫০ কেজি, এমওপি- ৩০-৪০ এর সঙ্গে প্রতি হেক্টর জমিতে ৪-৫ টন পঁচা গোবর বা আবর্জনা সার প্রয়োগ করলে ভালো হয়। পচা গোবর বা আবর্জনার সার জমি তৈরির ২ সপ্তাহ আগে সমস্ত জমিতে সমভাবে ছিটিয়ে দিতে হবে। অর্ধেক ইউরিয়া, টিএসপি ও এমওপি সার শেষ চাষের সময় জমিতে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া সার প্রথমবার শাক তোলার পরে প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার ছিটানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে- যেন সার গাছের পাতার সঙ্গে লেগে না থাকে।

জাতটির পরিচর্যা অন্যান্য উফশী বোরো ও আউশ জাতের মতোই। চারা রোপণের পর থেকে ক্ষেতে ৩-৫ সে. মি. এবং গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে পানির মাত্রা বাড়িয়ে দিতে হবে। ক্ষেতে অধিক পানি জমে গেলে মাঝে মাঝে পানি বের করে দিয়ে জমি শুকিয়ে ফেলতে হবে এবং পরে আবার পানি দিতে হবে।

অবশ্যই জমিতে ৩-৫ সে.মি. পানি থাকা প্রয়োজন। ধান পাকার ১০ থেকে ১৫ দিন আগেই জমি থেকে পানি বের করে দিতে হবে। চারা রোপণের পর ১০ থেকে ১৫ দিন অন্তর অন্তর নিড়ানি যন্ত্র বা হাতের সাহায্যে আগাছা পরিষ্কার ও মাটি নরম করতে হবে।

বীজ গজানোর পর বোরো ধানের ক্ষেত্রে ৪০-৪৫ দিন ও আউশের ক্ষেত্রে ৩০-৩৫ দিন পর্যন্ত জমি আগাছামুক্ত রাখা প্রয়োজন।

চারা রোপণের পর আগাছা দেখা দিলে নিড়ানি বা হাতের সাহায্যে আগাছা পরিষ্কার এবং মাটি নরম করে মালচিং করতে হবে। বিনাপাটশাক-১ এ পোকা-মাকড়ের আক্রমণ খুবই কম। হলুদ মোজাইক রোগ কিছু কিছু গাছে মাঝে মাঝে দেখা দিতে পারে সে ক্ষেত্রে রোগ দেখা দেয়ার সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক গাছগুলো তুলে নিরাপদ দূরত্বে ফেলে দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640