এম আনোয়ার হোসেন নিশি, মিরপুর থেকে ॥ যথাযোগ্য মযার্দায় সাথে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা করেন উপজেলার নির্বাহী অফিসার ও মিরপুর থানা কর্তৃপক্ষ। উপজেলা আবাসিক এলাকায় সংলগ্নে শহীদ স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে পুষ্পমাল্য অর্পন ও বিশেষ মোনাজাত। সকালে সকল সরকারী,আধা সরকারী, ও বেসরকারী ও শিক্ষা প্রতিষ্ঠান ও ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টার সময় ফুটবল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও কুচকাওয়াজ প্রদর্শন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীবৃন্দ। সকাল সাড়ে ৯ টার সময় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, বাদ যোহর/ সুবিধা জনক সময়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা স্ব-স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে। সকালে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ মিরপুর -ভেড়ামারা আসনের মাননীয় সংসদ সদস্য ও মিরপুর উপজেলা আওয়ামীলীগের বিল্পবী সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ¦ কামারুল আরেফিন। উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ( সরকার কর্তৃক দায়িত্বপ্র্প্তা) মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ নজরুল করিমের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ¦ আব্দুল হালিম পিপি, আমন্ত্রীত অতিথি ছিলেন মিরপুর সার্কেল এমএ খালেক। বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা থাতুন। উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবা অফিসার মোঃ জামশেদ আলী প্রমুখ। আরো ছিলেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল অফিসারবৃন্দ, সাংবাদিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথী কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ¦ কামারুল আরেফিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের চিকিৎসার জন্য প্রতি বছরে ৬ লক্ষ টাকায় অনুদান প্রদান করার ঘোষনা দেন এবং আসন্ন ঈদ উপলক্ষে এমপি ব্যক্তিগত ভাবে সকল মুক্তিযোদ্ধাদের একটি করে পানজাবী উপহার দিবেন এবং যখন যা প্রয়োজন তিনি সাধ্যমত দেওয়ার চেষ্টা করবেন। ২৬ মার্চ ২০২৪ এর ক্রীড়া ও কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিখিবৃন্দ। প্যারেড পরিদর্শন বেদিতে সালাম গ্রহন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম, মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল খালেক, থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফা হাবিবুল্লাহ। সালাম গ্রহন শেষে অতিথিবৃন্দ সুখের পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোনআন তেলোয়াত ও গীতা পাঠ করেন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।
Leave a Reply