আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গা উপজেলায় একটি ওয়ান শুটারগান, গুলিসহ সজিব হোসেন ওরফে ফজা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ২টার দিকে উপজেলার নওদা-বন্ডবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের এক চৌকস দল। আটক সজিব হোসেন উপজেলার নওদা-বন্ডবিল গ্রামের মন্টু মন্ডলের ছেলে। তাঁর বিরুদ্ধে আলমডাঙ্গা সহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকের ১৩টি মামলা আছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া। ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামী সজিব চিহ্নিত ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে সন্ত্রাসী, ডাকাতি ও চাঁদাবাজির উদ্দ্যেশে ওয়ান শুটারগান ও গুলি তাঁর হেফাজতে রাখে। বুধবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসী সজিব হোসেন নামের এক যুবক অবৈধ অস্ত্রসহ অপরাধ সংঘটনের জন্য পায়তারা করছে। এমন সংবাদে থানাপুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একাধিক মামলার আসামী সজিবকে আটক করে পুলিশ । পরে, তার স্বীকারোক্তিতে একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করে। তিনি আরো বলেন, ‘সজিব গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন থেকে আত্মগোপনে থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই সঞ্জিত কুমার তাকে গ্রেপ্তার করেন।
Leave a Reply