আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গার জীবননগরে নিত্যপ্রয়োজনীয় প্রয়োজনীয় পন্যের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডাঙ্গা অধিদপ্তর। এ সময় ফ্রিজে অস্বাস্থ্যকর মাংস সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে এক মুরগি ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) দুপুরে জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহমেদ। অভিযান সুত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে শনিবার আন্দুলবাড়ীয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স মিম পোল্ট্রি হাউস নামক মুরগীর একটি পাইকারি প্রতিষ্ঠান তদারকিকালে ভাউচার কারসাজি ও ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা, প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে মাংস সংরক্ষণ করার প্রমাণ মেলে।
এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মাহমুদুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৪৫ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষিত প্রায় ১ মণ মুরগীর মাংস মাটিতে পুতে নষ্ট করা হয়। পরবর্তীতে মাছের আড়ত, খুচরা বাজার ও তরমুজের প্রতিষ্ঠান তদারকি করা হয় এবং সবাইকে পুরাতন দাঁড়িপাল্লার বদলে ডিজিটাল স্কেল ব্যবহার, ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।
Leave a Reply