ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নি¤œরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৫ মার্চ দিবাগত রাতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫ মার্চ ‘গণহত্যা দিবস স্মরণে’ ইবি ক্যাম্পাসে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি হিসেবে রাত ৯ টা হতে ৯.১ মিনিট পর্যন্ত (জরুরি স্থাপনা ব্যতিত) ব্ল্যাকআউট করা হবে। ২৬ মার্চ সকাল ৯.৩০ মিনিটে প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। এসময় উপস্থিত থাকবেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান। প্রভোস্টগণ অনুরূপ ভাবে সকাল ৯.১৫ মিনিটে নিজ নিজ হলে পতাকা উত্তোলন করবেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply