এম আনোয়ার হোসেন নিশি ॥ ১৯২০ সালের এই দিনে টঙ্গীপাড়ায় জন্ম গ্রহন করেন বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জন্ম না নিলে এ দেশ আজো হয়তো পরাধিনতার শৃংঙ্খলে বাধা পড়ে থাকতো। সে আজ নেই- তবে স্মৃতির পাতায় বাঙ্গালীর হৃদয়ে গেঁথে আছে তার ধ্বনি। চিরদিন পালন করবে তার জন্ম দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন যথাযথ যোগ্য মর্যাদায় পালন করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসন ও পরিষদ। ১৭ মার্চ ২০২৪ রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার জন্ম দিনে তার মুড়ালে পুষ্পমাল্য প্রদান ও দোয়া মোনাজাত করেন আগতবৃন্দ। এ সময় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সং গঠনের নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ীসহ সর্ব সাধারণ জাতির পিতার জন্ম দিনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ অনুষ্ঠানে সার্বিক ভাবে দায়িত্ব পালন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আব্দুল হালিম পিপি, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, থানা ইন্সেপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম। এ সময় উপজেলা পরিষদের সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply