ওলি ইসলাম ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। গতকাল রবিবার সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মী। এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, জেলা পরিষদের প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামিম, ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সহ অন্যান্য নেতাকর্মী। এছাড়াও সকাল দশটায় উপজেলা দপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ধারাবাহিকভাবে পুস্পস্ত স্তবক অর্পণ করা হয়। এখানে পুষ্প স্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ভেড়ামারা, ভেড়ামারা থানা, আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, ভেড়ামারা প্রেসক্লাব, পৌরসভা কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষে নেতাকর্মীরা। কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারা সংসদ আলহাজ্ব কামারুল আরেফিনের পক্ষে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, মোস্তফা কামাল মুকুল, আব্দুল আজিজ সহ অনেক নেতৃবৃন্দ। উপজেলা পরিষদের পুষ্পস্তবক অর্পণের পরে উপজেলা পরিষদের পক্ষে একটি র্যালী শহর প্রদক্ষিন শেষে ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
Leave a Reply