ওলি ইসলাম ॥ কুষ্টিয়া ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা ও মাধবপুর গ্রামে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া পান বরজ পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পান চাষীদের সাথে মতবিনিময় করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা। মতবিনিময় কালে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পান চাষীদের সহযোগিতার বিষয়ে তিনি আশ্বস্ত করেন এবং গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন। এসময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা সার্অকেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন সহ অত্র ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ ও এলাকাবাসী।
Leave a Reply