ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারা পৌরসভায় কমর্রত কর্মচারীদের অনেকের বেতন ভাতাদি হালনাগাদ ভাবে পরিশোধ করা হয় না। এইভাবে অনেক কর্মকর্তা-কর্মচারীর কারো ১১ মাস কারো ১৫ মাস কারো ১৯ মাস কারো কারো ২৬ মাস এইভাবে বেতন ভাতা বকেয়া রয়েছে। বেতন বকেয়া পড়ায় নিরুপায় কর্মকর্তা কর্মচারীদের মানবেতর জীবনযাপনের কথা চিন্তা করে আন্দোলনে গেছে ভেড়ামারা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন। প্রাথমিকভাবে সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্ম বিরতি পালন করেন। পৌরসভার বেতন বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা
এ সময় বিক্ষোভ করেন। ভেড়ামারা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়শনের সভাপতি শফিকুল ইসলাম আযম বলেন, কর্তৃপক্ষ আন্তরিকতার সাথে বিবেচনা করলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদেরকে আজকে বেতন-বঞ্চিত অবস্থায় মানবেতর জীবন -যাপন করতে হত না। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রবজেল হোসেন বলেন, নিরুপায় হয়ে বেতন বঞ্চিতদের দুর্দশা স্বচক্ষে দেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সমস্যা সমাধানের লক্ষ্যে কর্মবিরতি পালন করা হয়েছে। দাবি পূরণ না হলে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্ম বিরতিতে যাওয়ায় পৌরসভার নাগরিকদের জরুরী সেবা ব্যাহত হয় আজ। এ সময় জরুরী সেবা নিতে আসা নাগরিকেরা নানাবিধ সমস্যার সম্মুখীন হন। তবে কর্ম বিরতি শেষ হলে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে দেখা যায়।
Leave a Reply