বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা, ভাষণ, সংগীত, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন,থানা অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহানা পারভীন। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম, খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, ফায়ার সার্ভিস কর্মকর্তা আল মামুন,পল্লী সঞ্চয় ব্যাংকের শেফালী বেগম, সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবির, সহকারী শিক্ষা অফিসার শামীম সুলতান, অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাসুদ কামাল ও গীতা পাঠ করেন অনন্যা অধিকারী।অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply