ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নি¤œরূপ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষ্যে সকাল ৯.৩০ টায় প্রশাসন ভবন হতে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বর পর্যন্ত এক র্যালি অনুষ্ঠিত হবে। র্যালি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় সাথে থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। এছাড়া ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষ্যে আগামী ১১ মার্চ সোমবার সকাল ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের স্কুল শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ঐতিহাসিক ভাষণ’ শিরোনামে ইসলামী বিশ^বিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ভাষণ প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ৭, ১৭, ২৫ ও ২৬ মাচ ২০২৪ উদ্যাপন কমিটির আহবায়ক ও পরিচালক, টিএসসিসি প্রফেসর ড. মোঃ বাকী বিল্লাহ। এছাড়াও ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষ্যে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত (যোহর ও আসরের নামাজের সময় ব্যতিত) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো হবে। ৭, ১৭, ২৫ ও ২৬ মার্চ উদ্যাপন কমিটির আহবায়ক ও পরিচালক, টিএসসিসি প্রফেসর ড. মোঃ বাকী বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply