বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গা রেলস্টেশনের গোডাউনের নিকট থেকে তাদেরকে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে পুলিশ। এসময় তারা ট্যাপেন্টাডল ট্যাবলেট কেনাবেচা করছিল। পুলিশ জানায়, উপজেলার ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের আশাদুল হকের ছেলে রাসেল আহমেদ (২০), ইবি থানার ছয়ঘড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন(২৩) একই গ্রামের আজর আলীর ছেলে সবুজ আহমেদ(২০) নিয়মিত ট্যাপেন্টাডল ট্যাবলেট কেনাবেচা করে আসছে। তারা আলমডাঙ্গা এলাকায় প্রায়ই ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রি করতে আসে। সোমবার সন্ধ্যায় রেলস্টেশনের গোডাউনের নিকট মাদক কেনাবেচা হচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার এসআই লিটন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এসময় তাদের নিকট থেকে ৮১পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন। আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply