কাগজ প্রতিবেদক ॥ বৃষ্টি খাতুন ফেসবুক আইডিতে হয়ে উঠেন অভিশ্রুতি শাস্ত্রী। ‘পরিবার বা নিকটাত্মীয় স্বজনদের অজান্তে নিজ পরিচয় তুচ্ছজ্ঞান, গোপন, পরিবর্তন বা চ্ছদ্মনাম ধারণের পরিনতি শুভকর নয়’ এমন মন্তব্য করে বৃৃষ্টি খাতুন (অভিশ্রুতি শাস্ত্রী)র (দাদা সম্পর্কীয়) নিকটাত্মীয় ও শিক্ষাগুরু কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ২০১৫ সালে বৃষ্টি খাতুন বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক উত্তীর্ন হয়ে কুষ্টিয়া সরকারী কলেজে উচ্চ মাধ্যমিক মানবিকে ভর্তি হন। ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা ইডেন মহিলা কলেজে দর্শন সম্মান শ্রেনীতে ভর্তি হন। সর্বশেষ অনার্স শেষ বর্ষের পরীক্ষা চলছিলো। আনুমানিক ৪/৫ মাস পূর্বে হঠাৎ বৃষ্টি খাতুন ‘অভিশ্রুতি শাস্ত্রী’ নাম ধারণ করে একটি ফেসবুক আইডি খুলেন। সেখানে তার ওয়াল পোষ্টের ছবিগুলির মধ্যে হিন্দু ধর্মালম্বী বন্ধুদের আধিক্য, এবং ওই বন্ধুদের সাথে হিন্দু ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। ফেসবুকের এসব ছবিগুলিই আজ জনমনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জীবনের শেষ পরিনতিতেও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ফলে মৃতুর পরও তার মরদেহ নিয়ে পরিবারকে দুর্ভোগ পোহাতে হলো’। সে কারণে আপনি যেই হোন আপনার সঠিক পরিচয়ের মূল ভিত্তি হলো পরিবার। এভাবেই বলছিলেন বৃষ্টি খাতুন (অভিশ্রুতি শাস্ত্রী)র শিক্ষক সফিকুল ইসলাম। তিনি আরও বলেন, ছাত্র জীবনের বৃষ্টি খাতুন পড়ালেখায় বেশ মেধাবী ছিলো, ওর উচ্চ স্বপ্ন ছিলো। বিসিএস দিয়ে সরকারী চাকুরী করবে বলে একাডেমিক পড়ালেখার পাশাপশি প্রস্তুতিও নিচ্ছিল’। অথচ এক উচ্ছৃঙ্খল এলোমেলো জীবন বৃত্তে চলতে গিয়ে পা পিছলে ছিটকে ঝড়ে গেলো একটা সম্ভাবনাময় প্রতিভা’। রাজধানী ঢাকার বেইলী রোডে অগ্নিকান্ডে নিহত দ্য রিপোর্টের নির্বাচন কমিশন বিটের সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর (যার প্রকৃত নাম বৃষ্টি খাতুন) গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রাম পশ্চিমপাড়ায় মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে শুরু হয় শোকের মাতম। এলাকাবাসীসহ আত্মীয় স্বজন সবাই বাড়ীতে ভীড় করে। নিহত বৃষ্টির মা’ কে শান্তনা দেবার ভাষা হারিয়েছেন প্রতিবেশীরা। নিহতের মা বিউটি বেগম ও ছোট দুই বোন একাদশ শ্রেনীতে পড়–য়া ঝর্ণা ও দশম শ্রেনির ছাত্রী বর্ষা খাতুনকে নিয়ে গ্রামের বাড়িতেই থাকেন । এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সাংবাদিক বৃষ্টি খাতুনের (অভিশ্র“তি শাস্ত্রী) বাবা শাবলুল আলম সবুজ রাজধানী ঢাকায় একটি বেসরকারী কোম্পানিতে চাকুরি করেন। দরিদ্র পিতার তিনটিই কন্যা সন্তান। বড় মেয়ে নিহত বৃষ্টি খাতুন, মেজো মেয়ে ঝর্ণা খাতুন রাজবাড়ী সরকারী কলেজে প্রথম বর্ষের ছাত্রী আর ছোট মেয়ে বর্ষা খাতুন স্থানীয় বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। নিহতের মা বিউটি খাতুন অপলক দৃষ্টে চেয়ে আছেন। কন্যা হারানোর শোকে কাতর বিউটি নির্বাহ হয়ে পড়েছেন। তবে ছোট বোন বর্ষা খাতুন জানায়, ‘বৃহস্পতিবার দুপুরে মায়ের সাথে মুঠোফোনে সর্বশেষ বৃষ্টির সাথে কথা হয়। পার্ট টাইম কাজ হিসেবে বৃষ্টি সাংবাদিকতা করলেও ওর খরচের টাকা বাড়ি থেকে মা টাকা পাঠাতো। আজ ওর মর্মান্তিক মৃত্যুর মধ্যদিয়ে আমাদের পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেলো’। নিহতের চাচা জোয়াদ আলী জানান, ‘ভাই সবুজ ঢাকায় ছোট চাকুরি করে। অভাবের মধ্যেই দুই মেয়েকে বাইরে রেখে শিক্ষিত করার চেষ্টা করছিলো। গত ঈদেও বৃষ্টি বাড়ি এসে সব্রা সাথে হৈহুল্লোর করে গেলো। সবার সাথে ঈদের আনন্দ করেছে মেয়েটি। সুস্থ্য মেয়েটি নাকি পুড়ে কয়লা হয়ে গেছে।
বেতবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুল মজিদও বৃষ্টি খাতুনের অকাল মৃত্যুতে সমবেদনা জানিয়ে বলেন, ‘বৃষ্টি মেয়েটি অত্যন্ত মেধাবী ছিল। অথচ নিজের পরিচয় জটিলতায় আজ পরিবার পরিজন মরদেহ নিয়ে ভোগান্তি পোহাতে হলো। একটা মানুষ মৃত্যুর পরও নিজের পরিচয় জনিত কারনে সম্মানহানির শিকার হয় বৃষ্টি খাতুনের ঘটনা এর একটা দৃষ্টান্ত।
Leave a Reply