বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ বর্নাঢ্য আয়োজনে আলমডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্টিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে ঝিনাইদহ জোহান ড্রিমভ্যালী পার্কে বনভোজনের আয়োজন করা হয়েছিল। প্রেসক্লাবের সকল সদস্য সহ ৩ টি মাইক্রোযোগে স্পটে পৌছে বনভোজনের আয়োজন শুরু হয়।বেলা সাড়ে ১১ টা থেকে জোহান ড্রিমভ্যালী পার্ক পরিদর্শনে যান সকলে। দুপুরে নামাজের বিরতির পর আবারও শুরু হয় কার্যক্রম। লটারির মাধ্যমে ১০ জন ভাগ্যবান খুঁজে বের করে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এছাড়াও সাংস্কৃতিক অনুষ্টান,কবিতা আবৃতি,কৌতুক অভিনয়,একক অভিনয় চলতে থাকে।বিকেল ৩ টার সময় খাওয়া,দাওয়া শেষ করে আবারও পুরস্কার প্রদান শুরু হয়,এখানে সকল সদস্য, ড্রাইভার, রাঁধুনি সকলকে পুরস্কৃত করা হয়েছে। রাফেল ড্রতে যারা পুরস্কার পান, প্রথম পুরস্কার দৈনিক পশ্চিমাঞ্চলের সহকারি ব্যুরো প্রধান রানা আফিদ্রি,দ্বিতিয় পুরস্কার পান মাইক্রো ড্রাইভার, তৃতীয় পুরস্কার সদস্য লাল্টু রহমান, চতুর্থ মাইক্রো ড্রাইভার,পঞ্চম আতিক বিশ্বাস,ষষ্ঠ শামিম রেজা,সপ্তম আবুল কাশেম টুকু,অষ্টম রুনু খন্দকার,নবম পুরস্কার সময়ের সমীকরনের ব্যুরো প্রধান হামিদুল ইসলাম,দশম পুরস্কার পান সময়ের সমীকরন পত্রিকার প্রতিনিধি ও সরকারি কলেজের সহকারি অধ্যাপক শেখ শফিউর রহমান। প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন,প্রেসক্লাবের ১নং নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক পশ্চিমাঞ্চলের ব্যুরো প্রধান প্রশান্ত বিশ্বাস,সহ- সভাপতি জামসিদুল হক মুনি, মোঃ আনোয়ার হোসেন যুগ্ম সম্পাদক রুনু খন্দকার, দপ্তর সম্পাদক তানভীর সোহেল,সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস,সমাজ কল্যান সম্পাদক গোলাম সরোয়ার সদু, সহ-সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম,আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল,নির্বাহী সদস্য জাফর জুয়েল প্রমুখ।
Leave a Reply