ইবি প্রতিবেদক ॥ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল (ছাত্র) ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪ শুরু হয়েছে। আজ সকাল ৯ টায় ক্রিকেট মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, খেলোয়াড়রা আমাদের সম্পদ। তাদের মাধ্যমে আমাদের পরিচিতি আরও এগিয়ে যাবে। তিনি বলেন, খেলাতে জয়-পরাজয় থাকবেই। খেলার মাঠে খেলোয়াড়রা তাদের খেলোয়াড় সুলভ আচরণের মাধ্যমে ক্রীড়া নৈপূণ্য দেখাবে এ প্রত্যাশা করি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন শরীর চর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শাহ্ আলম। সঞ্চালনা করেন শরীর চর্চা ও শিক্ষা বিভাগের উপ-পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী খেলায় ইইই বিভাগ ২৫ রানে সমাজ কল্যাণ বিভাগকে পরাজিত করে।
Leave a Reply