দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টু’র স্ত্রী রাজিয়াা খাতুন (৫৫) এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত সোনাতলা জামে মসজিদে মরহুমার জানাযা নামাজ শেষে ভেটুলতলা কবরস্থানে স্বামীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়। জানাযা নামাজে মরহুমার আত্মার শান্তি কামনা করে বক্তব্য রাখেন রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল ও মরহুমার বড় ছেলে রুবেল আল রাজ। জানাযা নামাজে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, আত্মীয় স্বজন, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ নেয়। শুক্রবার দিবাগত রাত ২.৩০টায় দৌলতপুর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টু’র স্ত্রী রাজিয়াা খাতুন ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত ৫ জানুয়ারী রাতে দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। স্বামীর মৃত্যুর একমাস ১৯দিন পর স্ত্রী রাজিয়া খাতুন ইন্তেকাল করেন। এদিকে দৌলতপুর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টু’র স্ত্রী রাজিয়াা খাতুনের মৃত্যুতে দৌলতপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম মামুন রেজা, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সহ দৌলতপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ্যাড. এমজি মাহমুদ মন্টু ও তাঁর স্ত্রী রাজিয়া খাতুন দুই ছেলে, নাতি ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
Leave a Reply